dev

মহেন্দ্র সোনির সঙ্গে আবার গাঁটছড়া বাঁধছেন দেব? 

উত্তর দেননি কেউই। তবে টুইটারে ২ পক্ষই তেমন আভাস দিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৬:১৩
Share:

দেব।

উত্তর দেননি কেউই। তবে টুইটারে ২ পক্ষই তেমন আভাস দিয়েছেন। দিন কয়েক ধরেই দেব তাঁর সামাজিক পাতায় কখনও বুনিপ, কখনও আফ্রিকার জঙ্গল তো কখনও ঘোড়-সওয়ারির ছবি পোস্ট করছেন। যা দেখে অনুরাগীদের কৌতূহল, ‘শঙ্কর কি আবার নতুন অভিযানে বেরোতে চলেছে?’ অভিনেতা চুপ। সোমবার দেবের ঘোষণা, নতুন পর্ব আসতে চলেছে ‘ডান্স, ডান্স জুনিয়র সিজন ২’-এ। যেখানে তিনি প্রতিযোগীদের বাঁচাতে বেরোবেন নতুন অভিযানে। মণি আনতে পৌঁছে যাবেন গভীর জঙ্গলে। শেষ পর্যন্ত সফল হবেন তিনি?

Advertisement

দেবের শেয়ার করা ইনস্টাগ্রাম বলছে, মণি পাহারায় বসে নরখাদক বাঘ বাহুবলী। তাকে এড়িয়ে মণি উদ্ধার, শঙ্করের অভিযানের মতোই ভয়ঙ্কর। এখানেই মোচড়। দেবের শেয়ার করা সামাজিক পোস্ট দেখে মুখ খুলেছেন এসভিএফ-এর সহকারি প্রধান মহেন্দ্র সোনি। কী লিখেছেন টুইটে?
রিয়্যালিটির শো-এর প্রচারের জন্য তৈরি বিশেষ মুহূর্ত দেখতে দেখতে প্রযোজক বোধহয় ফিরে গিয়েছেন ‘চাঁদের পাহাড়’, ‘অ্যামাজন অভিযান’-এর শ্যুটিংয়ের দিনগুলোয়। স্মৃতি রোমন্থন করতে করতেই পাল্টা পোস্টে তাঁর আন্তরিক আহ্বান, ‘চলো, পরের গন্তব্য ঠিক করি।’ শহরের প্রথম সারির প্রযোজনা সংস্থার তরফ থেকে আসা ডাকে সাড়া দিতে দেরি করেননি তারকা-সাংসদ। সঙ্গে সঙ্গে টুইটেই জবাব দিয়েছেন ফরাসি ভাষায়, ‘তাই হোক। বন ভয়াগে!’ অর্থাৎ, যাত্রা শুভ হোক! পাশে বিমানের ইমোজি।

ইন্ডাস্ট্রি জানে, দেবের ‘মহা’দেব হয়ে ওঠার নেপথ্য কারিগর শ্রীকান্ত মোহতা এবং তাঁর শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। দুই জুটির একাধিক ছবি বক্সঅফিস সফল। নিন্দুকদের দাবি, দেব নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতেই নাকি দূরত্ব বাড়ে তাঁদের মধ্যে।
তাই সোমবারের টুইট বিনিময় দেখে টলিপাড়ায় গুঞ্জন, দূরত্ব মুছে খুব শিগগিরিই নতুন অভিযানে বেরোতে চলেছেন প্রযোজক-অভিনেতা? সম্ভবত উত্তর লুকিয়ে দুই তরফের আগামী সামাজিক বার্তায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement