Celebrity Gossip

প্রকাশ্যে মানালিকে সিঁদুর পরালেন রোহন! আমার জীবনেও এ রকম ঘটতে পারে, দাবি অঙ্গনার

বুধবার প্রকাশ্যে রোহন-মানালির একটি ঝলক। তাতে স্পষ্ট, রোহন সকলের সামনে সিঁদুর পরিয়ে দিলেন মানালিকে। তার পর?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৩:৩৮
Share:
রোহন ভট্টাচার্য-মানালি দে-র বিয়ে নিয়ে কী বললেন অঙ্গনা রায়?

রোহন ভট্টাচার্য-মানালি দে-র বিয়ে নিয়ে কী বললেন অঙ্গনা রায়? ছবি: সংগৃহীত।

বুধবার সকালে তোলপাড় টলিপাড়া। বিয়ে করে ফেললেন রোহন ভট্টাচার্য-মানালি দে! এমনিতেই টলিউডে বিয়ের মরশুম চলছে। সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন ছোট এবং বড় পর্দার চেনামুখ রুবেল দাস-শ্বেতা ভট্টাচার্য, অভিনেত্রী মল্লিকা মজুমদার। সেই রেশ কাটার আগেই রোহন-মানালির চুপিসারে বিয়ের ঝলক প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ অনুরাগী থেকে অভিনেতা— প্রত্যেকের।

Advertisement

অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রোহনের। সে খবর অজানা নেই কারও। একই ভাবে, মানালি পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের স্ত্রী। সুখী দাম্পত্য তাঁদেরও। হঠাৎ এমন কী হল যে সে সব ফেলে রোহন-মানালি এ ভাবে বিয়ে সারলেন?

অভিনেতাকে ফোনে না পেয়ে মানালির সঙ্গে কথা বলেছিল আনন্দবাজার অনলাইন। মানালি হাসতে হাসতে বলেছেন, “বিয়ে করেছি ঠিকই, তবে বাস্তবে নয়। সান বাংলার গানের অনুষ্ঠান ‘প্রাণের উৎসব’-এ আমরা সঞ্চালনার দায়িত্বে। সেখানে চিত্রনাট্য অনুযায়ী আমি-রোহন এক পাড়ার বাসিন্দা। সেই অনুযায়ী, পাড়ার ছেলে পাড়ার মেয়েকে বিয়ে করেছে।” একই সঙ্গে অবাক, কী করে শুটিংয়ের সেই দৃশ্য প্রকাশ্যে এল! ঝলক প্রকাশ্যে এলে ফোনের পর ফোন আসবে— বুঝেছিলেন? মানালির জবাব, “অবাক হইনি। কারণ, আমি সারমেয় পোষ্যের সঙ্গে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করে নিলেও খবর হয়, আমি নাকি সন্তানের মা হয়েছি!”

Advertisement

কী বলছেন রোহনের প্রেমিকা অঙ্গনা? রোহন বিয়ে করেছেন বলতেই হেসে ফেলেছেন। বলেছেন, “জানি তো! পুরোটাই পর্দায়। চিত্রনাট্যের খাতিরে। দেখে মজা পেয়েছি।” এ-ও যোগ করেছেন, “অভিনয়ের খাতিরে আমাদের অনেক কিছুই করতে হয়। এটাও তেমনই। হতেই পারে, আগামীতে আমাকেও পর্দায় অন্য কেউ একই ভাবে সিঁদুর পরাবেন।” বাস্তবে? “এখনও বিয়ের ঢের দেরি। যখন হবে তখন অবশ্যই জানাব”, ছোট্ট জবাব দিয়ে মুখে কুলুপ ‘পারিয়া’ অভিনেত্রীর।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে চ্যানেলের এই বিশেষ অনুষ্ঠানে সান বাংলার সমস্ত ধারাবাহিকের জুটিরা থাকবেন। গান শোনাবেন অদিতি মুন্সি, অনীক ধর, রাঘব চট্টোপাধ্যায়, প্রাঞ্জল, সমিধ মুখোপাধ্যায় এবং আরও অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement