সেলফিতে মগ্ন।
বউ বাঙালি। তিনি বাংলার জামাই। ফলে বাংলার সঙ্গে যোগাযোগ তাঁর ছিলই। এ বার প্রথম বাংলা ছবিটাও করে ফেললেন ইরফান খান। মোস্তফা সারওয়ার ফারুকি ‘ডুব’ মুক্তি পেয়েছে ২৭ অক্টোবর। তারই প্রচারে ইরফান কলকাতায়। শুক্রবার তিনি হাজির হয়েছিলেন ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে।
আরও পড়ুন, মুভি রিভিউ: ‘ডুব’ দেখুন আর ডুব দিন প্রেমের সমুদ্রে
এই মুহূর্তে তুমুল জনপ্রিয় ওই গেম শো। হাজির ছিলেন সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রসগোল্লা খাইয়ে বাংলার জামাইকে স্বাগত জানান তিনি। উপহার দেন পাঞ্জাবিও। ইরফান বলেন, ‘‘কলকাতার ওপর আমার একটা আলাদা টান রয়েছে। ‘পিকু’র শুটিংয়ের সময় অনেকদিন এখানে ছিলাম। আর এই গেম শো-এ না আসলে জানতেই পারতাম না, এটা কেন এত পপুলার। আসলে এখানে অনেক ভ্যারাইটি রয়েছে।’’
আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?
মিষ্টিমুখ।
ইরফান তাঁর অতিথি হিসেবে হাজির হওয়ায় খুশি রচনাও। ‘দিদি নম্বর ওয়ান’ এখন তাঁর ধ্যান-জ্ঞান। তাঁর কথায়, ‘‘এই মুহূর্তে ছবি নিয়ে ভাবছি না। এই শো-টাই আরও ভাল করে করতে চাই। পরে যদি মনে হয় কোনও ছবি আমাকে আলাদা জায়গা দেবে তখন সেটা করব।’’
ছবি: অনির্বাণ সাহা।