Rahul Vaidya

বাবা হতে চলেছেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত রাহুল বৈদ্য, হবু সন্তানের ঝলক দেখালেন গায়ক

স্লেটের উপর চক দিয়ে লেখা ‘মাম্মি অ্যান্ড ড্যাডি’। সন্তান আগমনের ঘোষণা করলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর তারকা রাহুল বৈদ্য ও তাঁর স্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ০৯:২২
Share:
Rahul vaidya and his wife disha parmar

বাবা হতে চলেছেন রাহুল, সুখবর জানানোর পাশপাশি প্রকাশ্যে আনেন হবু সন্তানের এক ঝলক। ছবি: সংগৃহীত।

‘ইন্ডিয়ান আইডল’-এর মতো রিয়্যালিটি শো থেকে উত্থান। ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন রাহুল বৈদ্য। যদিও ট্রফি জিততে পারেননি, তবে জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ‘ইন্ডিয়ান আইডল’-এর পরও একাধিক রিয়্যালিটি শোতে দেখা যায় তাঁকে। যদিও প্লেব্যাকে খুব একটা নাম করে উঠতে পারেননি। ‘বিগ বস্ ১৪’-এর পর অভিনেত্রী দিশা পারমারকে বিয়ের প্রস্তাব দেন রাহুল। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন রাহুল-দিশা। এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। স্লেটের উপর চক দিয়ে লেখা ‘মাম্মি অ্যান্ড ড্যাডি’। হাসিমুখে পোজ় দিলেন দম্পতি।

Advertisement

হবু বাবা-মা দু’জনকেই দেখা গেল কালো পোশাকে। রাহুলের পরনে ঢিলেঢালা টি-শার্ট। বডিকন ড্রেসে স্পষ্ট দিশার স্ফীতোদর। শুধু তা-ই নয়, খানিকটা আলিয়া-রণবীরের কায়দায় সোনোগ্রাফি রিপোর্ট ভাগ করে নেন রাহুল-দিশা। হবু সন্তানের একঝলক দেখান দম্পতি। রাহুল-দিশার সুখবর শুনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের সতীর্থরা। মৌনি রায়, আলি গোনি, ভারতী সিংহের মতো বহু তারকা শুভেচ্ছবার্তা পাঠিয়েছেন তাঁদের।

‘প্যায়ার কা দরদ হ্যায়, মিঠা মিঠা প্যায়ারা প্যায়ারা’ সিরিয়ালের পরই রাতারাতি জনপ্রিয়তা পান দিশা। পরে একতা কপূরের হিট মেগা ‘বড়ে আচ্ছে লগতে হ্যায় টু’তে সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে। সম্প্রতি রাহুলের একটি মিউজ়িক ভিডিয়োতেও কাজ করেছেন দিশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement