দুর্গার মতো হতে চান সুস্মিতা

তাঁর মাতৃশক্তি প্রেমের কথা কারও অজানা নয়। কলকাতায় এলে হাজার ব্যস্ততার মাঝেও অন্তত এক বার তিনি কালীঘাট ঘুরে যাবেনই। তিনি সুস্মিতা সেন। মহাষ্টমীতে সুস্মিতা জানালেন, মা দুর্গা একদম তাঁরই মতো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৫ ১১:৩২
Share:

তাঁর মাতৃশক্তি প্রেমের কথা কারও অজানা নয়। কলকাতায় এলে হাজার ব্যস্ততার মাঝেও অন্তত এক বার তিনি কালীঘাট ঘুরে যাবেনই। তিনি সুস্মিতা সেন। প্রতি বছরই দুর্গাপুজোয় মম্বইয়ের কোনও না কোনও প্যান্ডেলে অঞ্জলি, সন্ধিপুজো, সব কিছুতেই উপস্থিত থাকেন তিনি। মহাষ্টমীতে সুস্মিতা জানালেন, মা দুর্গা একদম তাঁরই মতো।

Advertisement

বুধবার দুই মেয়ে রেনে ও অলিশাকে নিয়ে পুজো প্যান্ডেল ঘোরার মাঝেই সাংবাদিকদের সুস্মিতা বলেন, ‘‘আমি মা দুর্গার মতো হতে চাই। উনি একাধারে মা, শক্তির প্রতীক ও যোদ্ধা।’’

সম্প্রতি বাঙলা ছবিতে আত্মপ্রকাশ করেছেন সুস্মিতা। সৃজিত মুখার্জির ‘নির্বাক’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement