Saba Azad

Hrithik-Saba: অবশেষে মুখ খুললেন সাবা, হৃতিকের সঙ্গে প্রেমের কথা স্বীকার

হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের পার্টিতেও হৃতিক-সাবাকে একসঙ্গে দেখা যায়। কিন্তু দুই তারকা মুখে কুলুপ এঁটেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ২০:১৯
Share:

হৃতিক এবং সাবা

হৃতিক রোশন এবং সাবা আজাদ। আচমকাই হাত ধরাধরি করে এক রেস্তরাঁ থেকে বেরোতে দেখা যায় দু’জনকে। তার পর চর্চার কেন্দ্রবিন্দু। তাঁরা কি প্রেম করছেন? নাকি তাঁরা কেবলই বন্ধু? এই জল্পনায় মেতে উঠেছিল বলিপাড়া। বিভিন্ন পোস্টে দু’জনের কথোপকথন দেখে সন্দেহের উদ্রেক ঘটে অনুরাগীদের মধ্যে। তা ছাড়া হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের পার্টিতেও হৃতিক-সাবাকে একসঙ্গে দেখা যায়। কিন্তু দুই তারকা মুখে কুলুপ এঁটেছিলেন। এ বার সেই রহস্যের খোলসা করলেন স্বয়ং গায়িকা-নায়িকা।

বৃহস্পতিবার সাবা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করেন। তাঁর আগামী ছবি ‘মিনিমাম’। সেই পোস্টের মন্তব্য বাক্সে হৃতিক লিখলেন, ‘তুমি দারুণ কাজ করবে আমি জানি।’ তার উত্তরে সাবা লিখলেন, ‘আশা রাখি তাই হবে। মন আমোর।’ বাংলায় যার অর্থ ‘আমার ভালবাসা।’

Advertisement

হৃতিক-সাবার কথোপকথন

তার মানে নিজের ভালবাসা জনসমক্ষে জাহির করলেন সাবা। প্রেমকে আর লুকিয়ে রাখতে চাইলেন না তিনি।

দু’জনের বিয়ে নিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন তাঁদেরই এক বন্ধু। এ বারে অপেক্ষা কবে তাঁরা সংসার পাতবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement