Bollywood

‘কাবিল’-এ হৃতিকের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করলেন তাঁর প্রাক্তন দেহরক্ষী!

‘কহো না প্যায়ার হ্যায়’ যখন মুক্তি পায়, তখন তিনি হৃতিক রোশনের দেহরক্ষী ছিলেন। সালটা ২০০০। এর ১৬ বছর পর একই ফিল্মে হৃতিক রোশনের সঙ্গেই অভিনয়ের সুযোগ পাবেন তা কখনওই ভাবেননি সেই দেহরক্ষী! কিন্তু এমনটাই হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ১১:৫২
Share:

‘কহো না প্যায়ার হ্যায়’ যখন মুক্তি পায়, তখন তিনি হৃতিক রোশনের দেহরক্ষী ছিলেন। সালটা ২০০০। এর ১৬ বছর পর একই ফিল্মে হৃতিক রোশনের সঙ্গেই অভিনয়ের সুযোগ পাবেন তা কখনওই ভাবেননি সেই দেহরক্ষী! কিন্তু এমনটাই হল। একই ফিল্মে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করলেন তাঁর প্রাক্তন দেহরক্ষী। ভাবছেন দেহরক্ষীকে এই সুযোগটা হয়তো হৃতিকই করে দিয়েছেন! একেবারেই না। হৃতিকের প্রাক্তন এই দেহরক্ষী অভিনয় জগতে পা রেখেছেন হৃতিকেরও আগে, ১৯৯২ সালে। তবে তখন কোনও বড় ব্যানারে কাজ করেননি তিনি। এর পর দীর্ঘ বেশ কয়েকটা বছর ছোট পর্দায় বেশ দাপিয়ে অভিনয় করেছেন তিনি। হয়ে উঠেছিলেন হিন্দি মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ। ছোট পর্দায় জনপ্রিয়তার শিখরে পৌঁছানোয় বলিউডের একের পর এক ফিল্মের অফার পেতে থাকেন। ২০১০-এ ‘উড়ান’ ছবিতে নেগেটিভ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য ২০১১ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড আর জি সিনে অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। এ বার বুঝেছেন আমি কার কথা বলছি! আমি বলছি রনিত রায়ের কথা।

Advertisement

‘কাবিল’ ছবিতে তিনি হৃতিক রোশনের বিপরীতে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন এ কথা অনেকেই জানে। কিন্তু তিনিই যে এক সময় হৃতিকের দেহরক্ষী ছিলেন সে কথা ক’জন জানত!

সম্প্রতি একটি সাক্ষাত্কারে ১৬ ‌বছর আগের সেই অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন রনিত রায়। রনিত জানিয়েছেন, ‘‘হৃতিকের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। আমার নিজের নিরাপত্তা সংস্থা আজও ওঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ও এখন একজন মেগাস্টার। ছবির সেটে কী ভাবে ওঁর সঙ্গে কথা বলব বুঝতে পারছিলাম না। পরে বিষয়টা বুঝতে পেরে হৃতিকই পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করেছেন।’’

Advertisement

আরও পড়ুন...
নাচবেন মাইকেল জ্যাকসন স্টাইলে, টাইগারের কাছে তালিম নওয়াজউদ্দিনের

এ কথা ঠিক, যে হৃতিক রোশন এখন একজন মেগাস্টার। তিনি বলিউডের প্রথম সারির একজন অভিনেতা। তবে এ কথাও অস্বীকার করা যাবে না, ছোট পর্দা হোক বা বড় পর্দা, সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতায় একটা আলাদা জায়গা করে নিয়েছেন রনিত রায়ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement