Hrithik Roshan

নিজস্বী তুলতে সকলকে ঠেলে কাছে এলেন এক ভক্ত! দেখেই মেজাজ হারালেন হৃতিক রোশন

বেজায় চটলেন অভিনেতা হৃতিক রোশন। এক ভক্ত নিজস্বী তোলার চেষ্টা করতেই রেগে গেলেন অভিনেতা। পরে তাঁকে সরিয়ে দেন রক্ষীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৬
Share:

রেগে গেলেন হৃতিক। ফাইল চিত্র।

ভক্তদের নিজস্বী তোলার বায়নাক্কা সামলাতে গিয়ে প্রায়শই হিমসিম খেতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। অনেক সময় বিরক্তিও প্রকাশ করেন তারকারা। এ বার ভক্তের নিজস্বী তোলার সময় মেজাজ হারালে হৃতিক রোশন।

Advertisement

গাড়িতে উঠছিলেন সুপারস্টার। এমন সময় নিরাপত্তাবেষ্টনী টপকে সকলকে ঠেলে এক যুবক হৃতিকের একেবারে কাছে চলে যান। আত্মসুরক্ষার্থে তার পর ওই ভক্তের হাত ধরে সরিয়ে দেন। পরে রক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেয়। এই সময় রীতিমতো মেজাজ হারাতে দেখা যায় হৃতিককে। দৃশ্যতই ভক্তের এই কাণ্ডে রেগে যান তিনি। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

কিছু দিন আগে বিমানবন্দরে ভক্তের নিজস্বী তোলার বিড়ম্বনায় পড়তে হয়েছিল শাহরুখ খানকে। বিমানবন্দর থেকে হেঁটে আসছিলেন শাহরুখ। তাঁর পাশে ছিলেন পুত্র আরিয়ান। এমন সময়ই তাঁর সামনে চলে আসেন এক ব্যক্তি। এই সময় বাবাকে আগলে রাখেন আরিয়ান। তবে, অনেক সময়ই ভক্তদের নিজস্বীর আবদার মেটাতে দেখা যায় খ্যাতনামীদের।

Advertisement

হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেধা’ নিয়ে উত্তেজিত রয়েছেন তাঁর অনুরাগীরা। এই ছবিতে হৃতিকের সঙ্গে দেখা যাবে সইফ আলি খানকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement