Hrithik Roshan

‘এত দিনেও হৃতিক আমায় ভুলতে পারল না’, হৃতিক-কঙ্গনার আইনি লড়াই শুরু

২০১৬ সালের একটি অভিযোগের বিষয়ে পদক্ষেপ করতে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে আর্জি জানালেন হৃতিক রোশন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৪:১১
Share:

কঙ্গনা রানাউত ও হৃতিক রোশন।

ফের যুদ্ধক্ষেত্রে হৃতিক-কঙ্গনা। ২০১৬ সালের একটি অভিযোগের বিষয়ে পদক্ষেপ করতে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে আর্জি জানালেন হৃতিক রোশন। সোমবার সাইবার সেল থেকে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের হাতে এল হৃতিকের সেই এফআইআর। নতুন করে শুরু হবে তদন্ত। সমন পাঠানো হতে পারে কঙ্গনাকেও।

Advertisement

‘কৃষ’ ছবিটিতে অভিনয় করার পর হৃতিক রোশন ও কঙ্গনা রানাউত প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কিছু দিনের জন্য। কিন্তু তার পরিণতি কুৎসিত জায়গায় গিয়ে পৌঁছয়। ২০১৬ সালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন অভিনেতা। অভিযোগ ছিল, তাঁর নাম দিয়ে ভুয়ো ই-মেল আইডি খুলে কঙ্গনা রানাউতকে মেল করছে কোনও ব্যক্তি। ই-মেল দেওয়া-নেওয়ার ঘটনাটি ঘটছিল ২০১৩ থেকে ’১৪-র মধ্যে। কিন্তু সে বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। এ ছাড়া ২০১৭-য় ফের একটি অভিযোগ দায়ের করেন হৃতিক। সেটি সরাসরি কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। সেই রিপোর্টে লেখা ছিল, কঙ্গনা তাঁকে হেনস্থা করছেন। এমনকি, অনুসরণও করছেন। সেই সময় মুম্বই পুলিশের সাইবার সেল কঙ্গনাকে সমন পাঠিয়েছিল। রানাউত সেই সমনকে ‘বেআইনি’ বলে চ্যালে়ঞ্জ জানিয়ে এড়িয়ে গিয়েছিলেন।

চার বছর পরে প্রথম মামলাটি ত্বরান্বিত করার জন্য মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে কথা বললেন হৃতিক। যেন আগুনে ঘি ঢাললেন তিনি। সামনে উঠে এল পুরনো যুদ্ধের প্রসঙ্গ। নতুন অস্বস্তির মুখে কঙ্গনা। কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই টুইটারে নিজের বক্তব্য জানিয়েছেন। হৃতিককে কটাক্ষ করে ‘কুইন’ রানাউত লিখলেন, ‘এত বছরেও আমাকে ভুলতে পারল না সে। কোনও মহিলার সঙ্গে প্রেমও করল না। ঠিক যখন আমি ব্যক্তিগত জীবনে কিছু আশার আলো দেখতে পাচ্ছিলাম, অমনি সেই পুরনো নাটক শুরু করল।’ তার পর সরাসরি হৃতিককে তাঁর প্রশ্ন, ‘কত দিন ধরে কাঁদবে একটা স্বল্পকালীন সম্পর্কের জন্য?’

Advertisement

আরও পড়ুন: বিয়ের আগে একা পাহাড়ি পথে গান গাইছেন নীল, হোঁচট খেয়ে কী দেখলেন?

আরও পড়ুন: ‘ক্রুশলের পাশে স্বস্তিকা কই’? অদ্রিজাকে দেখে তেলেবেগুনে জ্বলল নেট পাড়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement