Devlina Kumar

Tollywood Celebrities: চুটিয়ে রংবাজি, দেদার আড্ডা, তারপর… দোলের আমেজে কতটা রঙিন টলি পাড়ার তারকারা?

দোল শেষ। কিন্তু টলিউডের ছুটির আমেজ কাটল কি? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১৭:৪৫
Share:

দোলের আমেজ কাটল টলিপাড়ার তারকাদের?

দোল কেটে গিয়েছে। বাহারি রং আর আবির মেখে হইহুল্লোড়ের পালা শেষ। দেখতে দেখতে ফুরিয়ে এল সপ্তাহান্তও। এ বার কাজে ফেরার পালা। কিন্তু টলিউডের ছুটির আমেজ কাটল কি? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

দোল কাটাতে শান্তিনিকেতনে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। স্বামী গৌরব চট্টোপাধ্যায় এবং বন্ধুদের সঙ্গে চুটিয়ে রং খেলেছেন সেখানে। চলেছে দেদার আড্ডা, ভুরিভোজ। তবে সেই আনন্দে থাবা বসিয়েছে ব্যস্ততা। দিন দুয়েক ছুটি কাটিয়ে সোমবার থেকেই লেগে পড়বেন ছবির প্রচারে। তার আগে ইনস্টাগ্রামে দোলের ছবি দিয়ে লিখেছেন, ‘হ্যাংওভার কাটেনি।’ দেবলীনা অবশ্য বললেন, “হ্যাংওভার বলতে আক্ষরিক অর্থে যা বোঝায়, তা বলিনি। আমরা যারা কাজ করি, তাদের ছুটি কাটিয়ে ফের ব্যস্ত হয়ে পড়তে কোনও অসুবিধা হয় না। আমি আমার বৌভাতের পরের দিনও কাজ করেছিলাম। তাই দু’দিন ছুটি কাটিয়ে এসে কাজে ফিরতে বিশেষ কোনও প্রস্তুতি লাগে না আমার।”

বিয়ের পর প্রথম একসঙ্গে দোল খেললেন সুদীপ সরকার এবং অনিন্দিতা রায়চৌধুরী। কেজো রুটিন ভুলে ওই একটি দিন আনন্দে মেতেছিলেন জুটিতে। অনিন্দিতার কথায়, “আমি ভীষণ ফিল্মি। দোলের দিন সবার আগে সুদীপের হাতে রং মেখেছি। মা-বাবা, বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়েছি। আমরা যারা সব সময় কাজ নিয়ে ব্যস্ত, তাদের কাছে এই দিনগুলো সত্যিই খুব মূল্যবান।” কিন্তু শুক্রবার রাত পোহাতেই ফের শ্যুটিং ফ্লোরে সুদীপ। রবিবার ছুটি কাটিয়ে কাজে ফিরবেন অনিন্দিতাও। এই দু’দিনে দোলের আমেজ কাটল কি? অনিন্দিতার কথায়, “দোলের আগের দিন আমরা রাত ন’টা পর্যন্ত আমরা শ্যুট করেছি। পরদিনও সকালবেলায় কলটাইম ছিল। তাই আলাদা করে হ্যাংওভার আর থাকে না। সারা দিন কাজের পর সুদীপের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষাটাই আমার কাছে খুব সুন্দর। খুব রোম্যান্টিক।”

Advertisement

দোল কাটাতে শান্তিনিকেতনে যান অনেকেই। কিন্তু অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে উলটপুরাণ! তিনি সেখানে গিয়েছিলেন দোলের ‘হ্যাংওভার’ কাটাতে । সুস্মিতার কথায়, “শান্তিনিকেতনে গিয়েও আমি গায়ে এক ফোঁটা আবির ছোঁয়াইনি। ওখানে বাউলদের গান শুনেছি। নিজের সঙ্গে সময় কাটিয়েছি জমিয়ে। আর প্রচুর খাওয়াদাওয়া তো ছিলই।”

এক দিন হোক বা তিন দিন, আাবিরের রং কিংবা মনের— ফুরফুরে মেজাজেই ফের ব্যস্ত রোজনামচায় ফেরা। তাতেই রঙিন টলিউড। মেজাজটাই তো আসল রাজা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement