রাঘব-পরিণীতির প্রেমের শুরু হল যে ভাবে। ছবি: ইনস্টাগ্রাম।
এক জন সারাক্ষণ ক্যামেরার সামনে, অন্য জন রয়েছেন জণগণের মাঝে রাজনীতির লোক হিসাবে। তবে প্রজাপতি দেবতার যদি ইচ্ছে হয় তা হলে অনেক কিছুই সম্ভব। ঠিক যেমনটা হল অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডার ক্ষেত্রে। ১৩ মে বাগ্দানটা সম্পন্ন করলেন পরিণীতি-রাঘব। দিল্লির কপূরথলা হাউসে আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন দুই তারকা। এত দিন ধরে প্রেমের জল্পনা চলছিল তাঁদের মধ্যে। যদিও এত দিন মুখে কুলুপ এঁটেই ছিলেন চর্চিত যুগল। তবে শনিবার সম্পর্কে সিলমোহর দেন তাঁরা। তাঁদের বাগ্দানে উপস্থিত ছিলেন বিনোদন ও রাজনৈতিক জগতের নামী ব্যক্তিত্বরা। জানেন কি রাঘব-পরিণীতির প্রেমকাহিনির শুরু কী ভাবে?
আপ নেতা রাঘবের পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্য দিকে, পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলের প্রাক্তন পড়ুয়া। সেখানে তিনটি বিষয়ে স্নাতক করেন পরিণীতি। ইকোনমিক্স, বিজনেস ও ফিন্যান্স নিয়ে স্নাতক অভিনেত্রী। দুজনেই যখন লন্ডনে পড়তেন, সেই সময়ই দেখা হয় তাঁদের। সেখান থেকে বন্ধুত্বের শুরু। যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। তার পর কেটে গিয়েছে কয়েক বছর। গত বছর ঘনিষ্ঠ বন্ধু মারফত ‘চমকিলা’ ছবির সেটে দেখা তাঁদের। সেখান থেকেই শুরু প্রেম পর্বের। ছবির শুটিংয়ে পঞ্জাবে ছিলেন অভিনেত্রী। অন্য দিকে ভোট প্রচারে পঞ্জাবে আসা-যাওয়া লেগেই থাকত রাঘবের। খুব শীঘ্রই স্বামী-স্ত্রী হতে চলেছেন তাঁরা।