Srijit Birthday

‘শেষের কবিতা’র দেশে ব্যস্ত সৃজিত! মেয়েকে নিয়ে ‘বার্থডে বয়’ ছাড়াই জন্মদিন উদ্‌যাপন

জন্মদিনের দিনও ব্যস্ততা। তাই বেশ মন খারাপ মিথিলার। ২৩ সেপ্টেম্বর সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। এ দিন বাড়িতে মাংস রান্না করে নিজেদের মতোই পালন করবেন পরিচালকের জন্মদিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১২:০৭
Share:

সৃজিতের জন্মদিনে কী আয়োজন করছেন মিথিলা?

২৩ সেপ্টেম্বর, শুক্রবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। নেটমাধ্যমে চোখ রাখলে এ দিন শুধু তাঁরই ছবি। সবাই টলিপাড়ার জনপ্রিয় পরিচালককে শুভেচ্ছা জানাতে ব্যস্ত। এই বিশেষ দিনে মুখোপাধ্যায় পরিবারে কী হচ্ছে? ‘মুখুজ্জেবাবুর গিন্নি’ ওরফে অভিনেত্রী রফিয়াদ রশিদ মিথিলা কী আয়োজন করছেন? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

ফোন ধরেই তাঁর উত্তর, “কিচ্ছু করছি না এ বছর।” কিন্তু কেন? প্রায় দু’মাস হতে চলল শহরের বাইরে সৃজিত। শ্যুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত। তাই এ জন্মদিনে কোনও পরিকল্পনাই করে উঠতে পারেননি স্ত্রী মিথিলা।

তাঁর কথায়, ‘‘মুম্বইয়ে থাকলে তা-ও কিছু পরিকল্পনা করতে পারতাম। কিন্তু শিলংয়ে কোথায় ঘুরে ঘুরে শ্যুটিং করছে কিচ্ছু জানি না। তাই উপহারও পাঠাতে পারিনি। আয়রা ওর আব্বুর জন্য একটা কার্ড তৈরি করেছে, আমি গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি এটুকুই। তবে বাড়িতে কিন্তু মাংস হচ্ছে, ও দূরে থাকলেও আমরাই খাওয়াদাওয়া করব। আয়রাও বন্ধুদের সঙ্গে মজা করবে আগামী কাল।”

Advertisement

এক দিকে বাংলাদেশের ছবি, অন্য দিকে কলকাতার ছবি। সঙ্গে আবার অফিসের কাজের বার বার আফ্রিকা সফর। সব মিলিয়ে মিথিলাও তুমুল ব্যস্ত। এরই মধ্যে মেয়ের স্কুলও চলছে। আফ্রিকা আর কলকাতা করছেন তিনি। তাই এই বিশেষ দিনটাও কাজের মধ্যেই উদ্‌যাপন করবেন মুখোপাধ্যায় পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement