Raj-Subhashree Anniversary

বিবাহবার্ষিকীর তারিখ মনে নেই রাজের! শুভশ্রী কি রাগ করেছেন? উত্তর দিলেন পরিচালক

শনিবার রাজ-শুভশ্রীর ষষ্ঠ বিবাহবার্ষিকী। বিশেষ দিনে বাড়ি থেকে দূরে পরিচালক। সারাদিন কাটবে ব্যস্ততায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১২:৪৯
Share:

শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় তারকাদের বিবাহবার্ষিকীর দিনে সমাজমাধ্যমে নানা ছবি চোখে পড়ে। ভেসে ওঠে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা। ১১ মে শনিবার পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ষষ্ঠ বিবাহবার্ষিকী। তবে বিশেষ দিনটি ভুলেই গিয়েছেন রাজ! কিন্তু কেন?

Advertisement

বিশেষ দিনে কী পরিকল্পনা দম্পতির? আসলে শনিবার ভোরে বীরভূমে দলের হলে নির্বাচনী প্রচারে পৌঁছে গিয়েছেন রাজ। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে রাজ বললেন, ‘‘বিরাট ভুল করে ফেলেছি! এখানে প্রচারে এসে সকলে আমাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। তার পর আমার মনে পড়েছে।’’ শুক্রবার রাতে পরিবারের তরফে কোনও বিশেষ পরিকল্পনা কি ছিল না? রাজ জানালেন, তাঁকে কেউ বিশেষ দিনটি আর আলাদা করে মনে করিয়ে দেননি। তাঁর কথায়, ‘‘মনে হয়, সকলে আমার পরীক্ষা নিচ্ছিলেন যে ঠিক দিনটা মনে রেখেছি কি না। আবার এ রকমও হতে পারে, শুভ হয়তো আমার তরফে কোনও চমকের অপেক্ষায় ছিল।’’ বাড়ি থেকে বেরিয়ে শুভশ্রীকে মেসেজ করেছেন রাজ। উত্তর এসেছে, ‘‘সাবাধানে যেও।’’ তখনও পরিচালক বুঝতে পারেননি বিষয়টা। পরে বীরভূম পৌঁছতে শুভেচ্ছাবার্তায় স্পষ্ট হয় সবটা। রাজ মজা করে বললেন, ‘‘প্রত্যেক বার পরীক্ষায় পাশ করে যাই। এ বার ফেল করে গিয়েছি।’’

শুভশ্রীর সঙ্গে কি তাঁর কথা হয়েছে? রাজ হেসে বললেন, ‘‘ফোন করেছিলাম। ধরেনি। নিশ্চয়ই রাগ করেছে। ভুলটা তো আমারই।’’ স্ত্রীর মানভঞ্জন করতে কী করবেন রাজ? শনিবার সারা দিনটা কী ভাবে কাটাবেন তিনি? পরিচালক বললেন, ‘‘ইচ্ছে থাকলেও এখন উপায় নেই। কারণ বীরভূম থেকে আমি ব্যারাকপুর আর টিটাগড়ে যাব। বিকেলে চারটে প্রচার সারতে হবে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হবে।’’

Advertisement

তবে রাজ বিবাহবার্ষিকীর দিনটা ভুলে গেলেও শুভশ্রী কিন্তু তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানাতে ভোলেননি। রাজের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। সঙ্গে লিখেছেন, ‘‘আমার ভালবাসা, তোমাকে ষষ্ঠ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’’

২০১৮ সালে রাজ-শুভশ্রী সাত পাকে বাঁধা পড়েন। তাঁদের দুই সন্তান ইউভান ও ইয়ানিলি। এই মুহূর্তে রাজ নির্বাচন নিয়ে ব্যস্ত। তার পর মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাঁর ছবিটির শুটিং শেষ করবেন পরিচালক। রাজ পরিচালিত ‘বাবলি’ ছবিটি মুক্তির অপেক্ষায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement