June Maliya Birthday

বিয়ের প্রথম বছরে স্বামী সৌরভের সঙ্গে কেমন করে জন্মদিন কাটাচ্ছেন জুন মাল্য?

এবার নিজেকে পরিপাটি গুছিয়ে দুপুরে ভরপেট খাওয়াদাওয়া? জুন বললেন, ‘‘একদম। মা নিমন্ত্রণ করেছেন। দেখি কী বানিয়েছেন আমার জন্য!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ১৪:৩৫
Share:

জুন ও সৌরভ। নিজস্ব চিত্র।

জানেন, আজ, ২৪ জুন মল্লিকা মল্লিকের জন্মদিন? ভাবছেন, আনলক ১-এর আনন্দেই কি এই নতুন ধাঁধা! যাঁরা ছোটপর্দার নিয়মিত দর্শক তাঁদের কিন্তু ঠোঁটের ডগায় উত্তর। একদম ঠিক ধরেছেন, আজ জুন মাল্যর জন্মদিন

Advertisement

জুন মাস মানেই ভরা গরম। জুন মাস মানেই উজ্জ্বল, ঝলমলে দিন। জুনের জন্মদিনের সকালটা তাই খুব ঝাঁঝাঁলো না হলেও ঈষদুষ্ণ তো বটেই। আবহাওয়া আর শুভেচ্ছার বন্যায়?

জন্মদিন নিয়ে এমন প্রশ্ন শুনে ফোনের ওপ্রান্তে প্রথমেই ঝরঝরে হাসি। তারপরে জুন ভাঙলেন, ‘‘আবহাওয়া যেমনই হোক, জন্মদিনের পারদ চড়েছে গতরাত থেকেই।’’ যেমন? ‘‘যেমন, জন্মদিনের আগে শুটে ব্যস্ত ছিলাম। সেই সুযোগে সৌরভ আর ছেলে-মেয়ে মিলে আমি যা যা পছন্দ করি স-ব গুছিয়ে কিনে এনে আলাদা আলাদা রঙিন পেপারে মুড়েছে। মাঝ রাতে সেগুলো পেয়ে স্বাভাবিক ভাবে আমি ভীষণ খুশি দেখি, মৌরির প্যাকেটটাও দিতে ভোলেনি ওরা! আমি খুব মৌরি খেতে ভালবাসি।’’

Advertisement

আরও পড়ুন: বলিউডে ব্যর্থ, গার্হস্থ্য হিংসার শিকার এই বিশ্বসুন্দরীও অজ্ঞাত কারণে বাদ পড়েন ফিল্ম থেকে

এ তো গেল মধ্য রাতের সেলিব্রেশন। আজ শুট থেকে ছুটি। জন্মদিনের সকালের শুরু কেমন হল? ‘’ফোন করছেন আত্মীয়-পরিজন। বন্ধু, শুভানুধ্যায়ী, সহকর্মী, সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেই সকালটা বেলা হয়ে গেল!’’ ফাঁস করলেন ‘মল্লিকা’। তার মানে এবার নিজেকে পরিপাটি গুছিয়ে দুপুরে ভরপেট খাওয়াদাওয়া? জুন বললেন, ‘‘একদম। মা নিমন্ত্রণ করেছেন। দেখি কী বানিয়েছেন আমার জন্য! নিশ্চয়ই আমার পছন্দের সমস্ত রান্না করেছেন বসে বসে। আমায় কিন্তু কিচ্ছু জানাননি।’’

আরও পড়ুন: মানসিক অবসাদে ভুগেছেন আবীর চট্টোপাধ্যায়ও!

জন্মদিনে জুন ‘সুন্দরী’ শাড়িতে না অন্য পোশাকে? অকপটে অভিনেত্রী উবাচ, ‘‘সেটা ডিজাইনার দেব-নীল জানেন। ওঁরা আমার ভাইয়ের সমান। তাই আবদার, ওঁদের ডিজাইনার পোশাকে আজ সাজতে হবে আমাকে। দেখা যাক, কী পাঠাচ্ছে আমার জন্য।’’

পরিবারের সঙ্গে জুন মাল্য। নিজস্ব চিত্র।

জন্মদিনের প্ল্যান ভাঁজতে ভাঁজতেই জুন নিমেষে উড়লেন ছেলেবেলায়, ‘‘আমি বরাবরই লাজুক, শান্ত। হট্টগোল এক্কেবারে নাপসন্দ্। তাই আমি যখন ছোট, তখন থেকেই বিগ পার্টি নয়, আত্মীয়দের নিয়ে আমার জন্মদিন কাটত। নতুন জামা পরতাম। মামাবাড়ির সবাই, বাবার বাড়ির জ্যেঠু-কাকু, ভাই-বোনেই ভরে যেত বাড়ি।’’

বড় হওয়ার পর সে সব বদলে গেল? জুনের প্রতিক্রিয়া, ‘‘যখন নিজের মত প্রকাশের সময় এল তখন আমি এই ভিড় থেকে নিজেকে সরিয়ে নিলাম। তখন শুধুই আমার বাড়ির লোক মিলে পালিয়ে যেতাম কলকাতার বাইরে। নিরালায় আমার মতো করে জন্মদিন কাটাতাম।’’

আর এ বার? তারকা অভিনেত্রী প্লাস নতুন বিয়ে! পার্টি তো বনতা হ্যায়...?

আবারও হাসি জুনের, ‘‘একে হইচই ভালবাসি না। তার ওপর করোনা। পার্টি-সার্টির অপশনই নেই! তবে কেক আসবে শুনেছি। দেখি...’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement