কী এমন করেন স্নানঘরে, নিজেই জানালেন হিমেশ। ছবি: সংগৃহীত।
গায়ক, সুরকার, অভিনেতা— তাঁর নানাবিধ পরিচয়। হিমেশ রেশমিয়ার সঙ্গীত শ্রোতারা আলাদা করে চিনে নিতে পারেন। বেশ কয়েকটি ছবিও করে ফেলেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘ব্যাডঅ্যাস রবিকুমার’ ছবিটি। বক্স অফিসে ইতিমধ্যেই প্রায় ৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সম্প্রতি স্ত্রী সোনিয়া কপূরের পডকাস্ট শোয়ে অতিথি হয়ে আসেন হিমেশ। সেখানেই স্বামীর গোপন কথা ফাঁস করে দেন সোনিয়া। জানান, স্নানঘরে দিনে চার ঘণ্টা সময় নিজেকে প্রায় বন্ধ করে রাখেন। যদিও তাতে বেশ বিরক্ত সোনিয়া। কিন্তু এতটা সময় কী করেন হিমেশ?
স্ত্রী যে প্রকাশ্যে তাঁকে নিয়ে এমন সব তথ্য ফাঁস করবেন তা বুঝতে পারেননি হিমেশ। পাল্টা সোনিয়াকে তিনি বলেন, ‘‘নিজের শোয়ের টিআরপি বাড়াতে নিয়ে এসেছ!’’ এতে দমে যাওয়ার পাত্রী নন সোনিয়া। তিনি ফের বলেন, ‘‘আমি তো বাস্তবটাই বলছি, তোমার যদি সকাল ৯টার উড়ান থাকে তুমি ভোর ৩টে থেকে সাজগোজ শুরু করো। এমনটা কে করে?’’
প্রশ্নের জবাবে হিমেশ জানান, তিনি একটু সময় নিয়ে সব কাজ সারতে পছন্দ করেন। তাড়াহুড়ো করতে চান না বলেই সময়ের প্রয়োজন। সোনিয়া ফের জবাব দেন, ‘‘হ্যাঁ, তুমি দু’ঘণ্টা ধরে আয়নায় নিজেকে যাতে দেখতে পারো।’’ হিমেশ তার পর সোনিয়াকে জিজ্ঞেস করলেন, ‘‘তুমি কী বলতে চাইছ?’’ স্বামীর এমন ব্যক্তিগত কথা ফাঁস করার জন্য় দুঃখপ্রকাশও করেন সোনিয়া।