জাতীয় পুরস্কার। শ্রেষ্ঠত্বের শিরোপা। যার দিকে তাকিয়ে থাকে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। শুক্রবার সকালে ঘোষিত হল ৬৪তম জাতীয় পুরস্কারের তালিকা। সেখানে বাংলার জয়জয়কার। সেরা বাংলা ছবির পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘বিসর্জন’। ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালবাসো’ গানটির জন্য সেরা মহিলা প্লেব্যাকের অ্যাওয়ার্ড পাচ্ছেন ইমন চক্রবর্তী। অন্য দিকে ‘রুস্তম’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন অক্ষয় কুমার। সেরা ছোটদের ছবি ‘ধনক’। এক নজরে দেখে নেওয়া যাক গোটা তালিকা।
আরও পড়ুন, ‘প্রথমে খবরটা শুনে ভেবেছিলাম, দেরি করে এল এপ্রিল ফুল জোকস’
• সেরা বাংলা ছবি: বিসর্জন
• সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালবাস)
• সেরা গীতিকার: অনুপম রায়
• সেরা অভিনেতা: অক্ষয় কুমার (রুস্তম)
• সেরা অভিনেত্রী: সুরভি সিএম (মিন্নামিনুনগে)
• সেরা ছবি: কসাব
• সেরা পরিচালক: রাজেশ মাপুষ্কর (ভেন্টিলেটর)
• সোশ্যাল ইস্যুর ওপর সেরা ছবি: পিঙ্ক
• সেরা সহঅভিনেতা: মনোজ যোশী (দশক্রিয়া)
• সেরা সহঅভিনেত্রী: জাইরা ওয়াসিম (দঙ্গল)
• পরিবেশ সচেতনতার ওপর তৈরি সেরা ছবি: দ্য টাইগার হু ক্রসড দ্য লাইন
• সেরা হিন্দি ফিচার ছবি: নীরজা
• সেরা মরাঠি ছবি: দশক্রিয়া
• সেরা কন্ন়ড় ছবি: রিজার্ভেশন
• সেরা শিশুদের ছবি: ধনক
• সেরা ভিএফএক্স: অজয় দেবগণের ছবি শিবায়
• ইন্দিরা গাঁধী পুরস্কার ডেবিউ পরিচালক: বাংলা ছবি খলিফা
• সেরা অ্যাকশন ডিরেক্টর এবং স্টান্ট কোরিওগ্রাফি: পিটার হাইনেস
• সেরা সম্পাদক ও সাইউন্ড মিক্সিং: প্রিয়ঙ্কা চোপড়ার ছবি ভেন্টিলেটর
• সেরা অ্যানিমেশন: মহাযোদ্ধা রাম
• সেরা প্রোডাকশন ডিজাইন: তামিল ছবি ২৪
• সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: সুনন্দ লয়ার (জোকার)