মঞ্চে হেমা।— নিজস্ব চিত্র।
তিনি রহস্যে ঘেরা। সৌন্দর্যের রহস্য, সফল কেরিয়ারের রহস্য, সুখী পারিবারিক জীবনের রহস্য। তিনি হেমা মালিনী। সেই রহস্যের আনুষ্ঠানিক পর্দা উঠেছে দিন কয়েক আগে হেমার জন্মদিনে। প্রকাশিত হয়েছে রামকমল মুখোপাধ্যায়ের লেখা নায়িকার আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিমগার্ল’। আজ কলকাতায় হল সেই বইয়ের আনুষ্ঠানিক উদ্ধোধন।
আরও পড়ুন, হেমা মালিনী সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বিমানের দেরির কারণে নির্ধারিত সময়ের বেশ পরে শুরু হল শনিবারের অনুষ্ঠান। শুরু হল রাজকীয় ভাবে। লাল সিল্কের শাড়িতে সেজে ম়ঞ্চে উপস্থিত হেমা। সায়নী পালিতের গান দিয়ে শুরু অনুষ্ঠান। অডিও ভিস্যুয়াল প্রেজেন্টেশনে দেখানো হয় আত্মজীবনী তৈরির জার্নি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘‘হেমা মালিনী যেন নারীত্বের সংজ্ঞা।’’
আরও পড়ুন, জিতেন্দ্র-হেমার বিয়েটা ভেঙেছিলেন ধর্মেন্দ্রই!
এ বার হেমার পালা। তিনি শেয়ার করলেন, ‘‘মথুরায় রাজনীতির কাজ করতে করতেও মন পড়ে থাকে বাচ্চাদের কাছে। এখন তো নাতি-নাতনীদের কাছে। ওরা এই বইতে আমাকে নিয়ে অনেক কিছু বলেছে। আমার জীবন তো খোলা খাতা। কিছুই লুকোনোর নেই। আমি তো ভেবেছিলাম কেউ পড়বে না। এখন দেখছি উল্টো।’’
ঋতুপর্ণাকে কেক খাইয়ে দিলেন হেমা। পাশে রয়েছেন রামকমলও।— নিজস্ব চিত্র।
হেমার হাসিতে তখন হাজার আলোর ঝলক। অনুষ্ঠান শেষের আগে মনে করিয়ে দিলেন, আরও অনেক শিল্পীরই আত্মজীবনী লেখা উচিত।