প্রথম পুরস্কার সব্বার কাছেই স্পেশাল। বিশেষ করে বলিউডে নতুন তারকাদের ‘এন্ট্রি’ হওয়ার পরই প্রত্যেকের নজর থাকে অ্যাওয়ার্ড সেরেমনির দিকে। তবে প্রথম পুরস্কারপ্রাপ্তির সময় কেউ থাকেন জড়োসড়ো, কারও বা স্টাইল স্টেটমেন্টও থাকে না। পরবর্তীতে যিনি বলিউড কাঁপাবেন, তিনিই প্রথম পুরস্কার নেওয়ার সময় ছিলেন রীতিমতো নার্ভাস।
কাজল: ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির জন্য ১৯৯৬ সালে প্রথম পুরস্কার পান কাজল। দুই মুখে এখন অনেকটাই পার্থক্য।
রণবীর সিংহ: ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির জন্য ‘বেস্ট ডেবিউ মেল’-এর পুরস্কার পান রণবীর। বেসরকারি এই সংস্থার পুরস্কার মঞ্চের দিকে নজর থাকে সমালোচকদেরও। এই রণবীরের সঙ্গে আজকের আলাউদ্দিন খিলজি লুকের মিল পাবেন না।
শাহরুখ খান: ১৯৯৩ সালে ‘দিওয়ানা’ ছবির জন্য প্রথম পুরস্কার পান এসআরকে। বেস্ট অ্যাক্টর ডেবিউ মেল পুরস্কারটি রেখার হাত থেকে নেওয়ার সময়ের শাহরুখকে এখনকার সঙ্গে মেলানো বেশ কঠিন।
হৃত্বিক রোশন: ২০০০ সালে ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির জন্য প্রথম পুরস্কার পান হৃত্বিক রোশন। হ্যান্ডসাম হলেও বেশ সিম্পল লুকস ছিল এই অভিনেতার।
বিদ্যা বালন: ২০০৬ সালে প্রদীপ সরকারের ‘পরিণীতা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন বিদ্যা বালন। ‘বেস্ট ডেবিউ ফিমেল’ বিভাগে পাওয়া ফিল্মফেয়ারটি ‘কাহানি’ অভিনেত্রীর প্রথম পুরস্কার।
প্রিয়ঙ্কা চোপড়া: ২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির জন্য প্রথম পুরস্কার পান প্রিয়ঙ্কা। ‘বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড’ পান পিগি চপস। সেই সময় বেশ ‘সিম্পল’ লুকস ছিল প্রিয়ঙ্কার।