ইফিতে বাংলার ছাপ

জাতীয় পুরস্কার এবং ইফি-তে মনোনীত হওয়া, দুটোই জলভাত কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে। এই নিয়ে পরপর ন’বছর পরিচালকের ছবি ইফি-তে মনোনীত হল। ‘‘হ্যাঁ, এ বারেও ইফি-তে আমি আছি। নিজের রেকর্ডই নিজে ভাঙছি,’’ হাসতে হাসতে বললেন পরিচালক।

Advertisement
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

উড়নচণ্ডী ও উমা

প্রত্যেক বছরই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-তে (ইফি) একাধিক বাংলা ছবি জায়গা করে নেয়। এ বছরও ব্যতিক্রম হয়নি। পাঁচটি বাংলা ছবি মনোনীত হয়েছে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে। গোয়ায় আয়োজিত ৪৯তম ইফি-তে থাকছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’, অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’, অরিজিৎ সিংহর ‘সা’ এবং অর্জুন দত্তর ‘অব্যক্ত’।

Advertisement

জাতীয় পুরস্কার এবং ইফি-তে মনোনীত হওয়া, দুটোই জলভাত কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে। এই নিয়ে পরপর ন’বছর পরিচালকের ছবি ইফি-তে মনোনীত হল। ‘‘হ্যাঁ, এ বারেও ইফি-তে আমি আছি। নিজের রেকর্ডই নিজে ভাঙছি,’’ হাসতে হাসতে বললেন পরিচালক। ‘নগরকীর্তন’ এ বছর চারটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে। তার মধ্যে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড এবং সেরা অভিনেতার (ঋদ্ধি সেন) পুরস্কারও রয়েছে। কৌশিক জানালেন, ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ‘নগরকীর্তন’ রিলিজ়ের পরিকল্পনা রয়েছে তাঁর। কৌশিক বা সৃজিতের মতো অভিজ্ঞ পরিচালকদের পাশাপাশি অভিষেক, অরিজিৎ এবং অর্জুনের মতো নতুনদের ছবি মনোনীত হওয়াটা চমকপ্রদ। ফেস্টিভ্যালের ওপেনিং ছবি পরিচালক শাজি এন করুণের ‘ওলু’ (মালয়ালম)। চলচ্চিত্র উৎসবে পপুলার ক্যাটেগরির ছবিও কম নেই। হিন্দিতে ‘পদ্মাবত’, ‘রাজ়ি’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, তেলুগু ছবি ‘মহান্তি’ রয়েছে মেনস্ট্রিম তালিকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement