জুন মাল্য ও সৌরভ চট্টোপাধ্যায়।
সাল ২০১৯-এর ৩০ নভেম্বর। খুব ছিমছাম, ঘরোয়া অনুষ্ঠানে টানা ১৪ বছর কোর্টশিপের পর জুন মাল্য ‘ঘরণী’ হয়েছেন ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের। ক্যালেন্ডারের হিসেবে, এক বছর পূর্ণ হল সেই ঘরকন্নার। সেলিব্রেশন তো বনতা হ্যায়! বন্ধু, আত্মীয়দের শুভেচ্ছায় উপচে পড়েছে তাঁর সামাজিক পাতা। আনন্দবাজার ডিজিটালকে বললেন ‘‘আজ ছুটি নিয়েছি। সব কাজ থেকে। স্টার জলসার ‘সাঁঝের বাতি’র শ্যুটিং থেকে। রান্নাবান্না থেকেও। আজ শুধুই আমি আর সৌরভ’’, হাল্কা লজ্জা জড়ানো উত্তর।
গত বছর এই দিনে জুন লাল সালোয়ার, হালকা সোনার গয়না আর খোলা চুলে সেজেছিলেন।
আজ? বললেন, ‘‘সারা দিন বাড়িতেই। তাই বিশেষ সাজ কিছুই নেই। দুপুরে সৌরভের পছন্দের গলদা চিংড়ির মালাইকারি হবে। সন্ধেবেলা হয়ত চাইনিজ রেস্তোরাঁয় যাব। আমরা চিনে খাবার খেতে ভীষণ ভালবাসি’’, জানালেন তিনি।
গত বছর এই দিনে জুন লাল সালোয়ার, হালকা সোনার গয়না আর খোলা চুলে সেজেছিলেন।
আরও সংযোজন, কাছের মানুষদের ডেকে খাওয়াদাওয়া ৪ ডিসেম্বর। ওই দিন সৌরভের জন্মদিন। এক সঙ্গে দুটো বিশেষ দিন উদযাপনের প্ল্যান তাই কর্তা-গিন্নির।
আরও পড়ুন: বাথরুমে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিয়ে ভাইরাল, ইনি এক বলি নায়িকার দিদি
উপহারের ঝুলি নিশ্চয়ই ফাঁকা নেই আজকের দিনে। কী দিলেন একে অন্যকে? ‘‘সৌরভ গল্ফ খেলা শুরু করেছে খুব সম্প্রতি। ওর উৎসাহ বাড়াতে তাই খেলার সমস্ত সরঞ্জাম সহ কিট উপহার দিয়েছি। মনে হয় পছন্দ হবে।’’ সৌরভ জুনকে দিয়েছেন ব্রেসলেট। স্লিক অথচ ট্রেন্ডি। যেমনটা জুনের বরাবরের পছন্দ।
জুনের মা, শ্বশুরমশাই প্রাণ ভরে আশীর্বাদ করেছেন দম্পতিকে। বলেছেন, আজকের দিনে শুধুই দু’জনে দু’জনার। মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন জুনের ছেলে আর মেয়ে শিবেন্দ্র, শিবাঙ্গীও। জুনের এক বন্ধুর মেয়ে নিজের হাতে ব্লু বেরিস চিজ কেক বানিয়ে উপহার দিয়েছেন।
আরও পড়ুন: পা’-এ অমিতাভের বন্ধু, নেপালে বিমান দুর্ঘটনায় ১৪ বছরেই মারা যায় ‘রসনা-গার্ল’ তরুণী সচদেব
জুনের কথায়, ‘‘ওই কেক দিয়েই আজ মিষ্টিমুখ করব।’’
আগামী মাসে আরও ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। ডিসেম্বর থেকে পীযূষ গঙ্গোপাধ্যায়ের ‘জলবন্দি’ ছবির শ্যুট শুরু হবে। জানুয়ারিতে শুরু হবে সাংসদ-তারকা দেবের প্রযোজনায় ‘কিশমিশ’ ছবির কাজ।