(বাঁ দিকে) ‘ময়দান’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ (ডান দিকে) ছবির পোস্টার। ছবি: সংগৃহীত।
‘ময়দান’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ উঠেছিল। ছবির উপর স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয়েছিল মহীশূরের একটি আদালতে। নির্মাতারা জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে তাঁরা কর্নাটক হাইকোর্টে আবেদন করবেন। অবশেষে সমস্যার সমাধান। আদালত অজয় দেবগন অভিনীত ছবিটিকে ছাড়পত্র দিয়েছে।
বৃহস্পতিবার কর্নাটক হাইকোর্ট ‘ময়দান’ মুক্তিতে নিম্ন আদালতের স্থগিতাদেশ তুলে নেয়। ফলে নির্মাতারাও আপাতত স্বস্তিতে। ১১ এপ্রিল ইদের দিন বলিউডে ‘ময়দান’-এর সঙ্গেই মুক্তি পেয়েছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। অজয়ের ছবির গল্প ফুটবল এবং আবেগ। অন্য দিকে, ‘বড়ে মিঞা...’তে রয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের অ্যাকশন। সমালোচকদের দাবি, ‘ময়দান’ ছবি হিসেবে ‘বড়ে মিঞা...’র থেকে ভাল। কিন্তু, বক্স অফিসের প্রথম দিনের ফলাফল কী বলছে? অজয় কি পারলেন অক্ষয়কে টেক্কা দিতে?
বক্স অফিসের পরিসংখ্যান বলছে, প্রথম দিন সারা বিশ্বে ‘বড়ে মিঞা...’ ৩৬ কোটি ৩৩ লক্ষ টাকার ব্যবসা করেছে। তুলনায় ‘ময়দান’ কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রথম দিন অজয়ের ছবিটি মাত্র ৭ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা করেছে। যার মধ্যে ২ কোটি ৬০ লক্ষ টাকা এসেছে বুধবারের পেড প্রিভিউ থেকে। উল্লেখ্য, অক্ষয়ের ছবিটির কোনও পেড প্রিভিউ ছিল না।
অজয়ের শেষ কয়েকটি ছবির তুলনায় ‘ময়দান’-এর প্রথম দিনের ফলাফল অনেকের মতেই হতাশাজনক। অভিনেতার শেষ ছবি ‘শয়তান’ প্রথম দিন বক্স অফিসে ১৪ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল। তার আগে ‘দৃশ্যম ২’ প্রথম দিন ১৫ কোটি ৩৮ লক্ষ টাকার ব্যবসা করেছিল। এর আগে ২০২২ সালের ইদে মুক্তি পেয়েছিল অজয় অভিনীত ছবি ‘রানওয়ে থার্টি ফোর’। প্রথম দিন ছবিটি মাত্র ৩ কোটি টাকার ব্যবসা করেছিল, যা ‘ময়দান’-এর প্রথম দিনের ব্যবসার থেকেও কম।