Jaat Movie Controversy

‘জাট’ ছবিতে খ্রিস্টানদের ভাবাবেগ আহত! গুড ফ্রাইডে-তে অভিযোগ দায়ের সানি, রণদীপের বিরুদ্ধে

খবর, জলন্ধর পুলিশ অভিনেতা সানি দেওল, রণদীপ হুডা, বিনীত কুমার সিং, পরিচালক গোপীচাঁদ মলিনেনী এবং প্রযোজকদের বিরুদ্ধে আনা এফআইআর গ্রহণ করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৩:৪৫
Share:
‘জাট’ ছবিতে রণদীর হুডার এই দৃশ্য নিয়েই বিতর্ক।

‘জাট’ ছবিতে রণদীর হুডার এই দৃশ্য নিয়েই বিতর্ক। ছবি: সংগৃহীত।

সদ্য মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ছবি ‘জাট’। অভিযোগ, একটি দৃশ্যে নাকি খ্রিস্ট ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই অভিযোগ ক্রমশ ছড়িয়ে পড়ায় ক্ষোভ তৈরি হয়েছে ওই বিশেষ ধর্মাবলম্বীদের মনে। এর জেরে গুড ফ্রাইডের দিন জলন্ধর পুলিশ সানি দেওল, রণদীপ হুডা, বিনীত কুমার সিং, পরিচালক গোপীচাঁদ মলিনেনী এবং প্রযোজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করেছে। অভিযোগে বলা হয়েছে, গির্জার একটি দৃশ্যে যিশুখ্রিস্টের প্রতি অসম্মান দেখানো হয়েছে। এর জেরেই ক্ষুব্ধ খ্রিস্টান সম্প্রদায়। বিষয়টি ভাল ভাবে নিতে পারেনি তারা।

Advertisement

ছবির কোন দৃশ্য খ্রিস্ট ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে? একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, গির্জার ভিতরে ক্রুশের নীচে দাঁড়িয়ে ছবির অন্যতম অভিনেতা রণদীপকে নাকি অপমানজনক আচরণ করতে দেখা গিয়েছে, যা সহজ ভাবে মেনে নিতে পারছেন না খ্রিস্টানেরা। তাঁদের দাবি, এই দৃশ্য তাঁদের ধর্মীয় স্থানকে কলুষিত করেছে। ছবিটি নিষিদ্ধ করার আবেদন জানানোর পাশাপাশি আইনি পদক্ষেপ করার হুমকিও দেন তাঁরা।

খবর, এর পরেই ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৯ অনুযায়ী জলন্ধর থানায় এফআইআর দায়ের করা হয়। ছবির ওই বিশেষ দৃশ্যের প্রতিবাদে অঞ্চল জুড়ে বিক্ষোভ শুরু হয়। খ্রিস্টান ধর্মগুরুরা প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেন বলে জানা গিয়েছে। পুলিশ বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। পাশাপাশি, এই বিতর্ক প্রথম সপ্তাহেই ব্যবসা বাড়িয়ে দিয়েছে ‘জাট’-এর। প্রথম সপ্তাহে ৫০ কোটির বেশি আয় করেছে ছবিটি। ‘জাট’-এর নির্মাতারা এখনও দায়ের হওয়া অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement