‘রসগোল্লা’ ছবির একটি দৃশ্য।
‘সিগারেট, বিড়ি ওসব তামাকজাত জিনিস কেন খাবেন? ওসব খেলে ক্যানসার হয়। খেলে ভাল জিনিস খান। রসগোল্লা খান’— এই ডাক দিয়েছিল টিম ‘রসগোল্লা’। তাঁদের ডাকে যে বাঙালি দর্শক সাড়া দিয়েছেন তার প্রমাণ মিলেছে ছবি রিলিজের দু’দিনের মধ্যেই।
‘‘সবাইকে ছাপিয়ে রসগোল্লা। আমরা হল ভিজিটে গিয়ে দারুণ সাড়া পেয়েছি। মানুষ ভালবাসায় ভরিয়ে দিয়েছেন’’ বললেন এ ছবির অন্যতম প্রযোজক ‘উইন্ডোজ’-এর শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
‘উইন্ডোজ’-এর তরফে জানা গেল, রবিবার বিকেল পর্যন্ত বুক মাই শো-এ ‘রসগোল্লা’র বুকিং ৮৯ শতাংশ। ২১ ডিসেম্বর পাভেল পরিচালিত এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘অ্যাডভেঞ্চারস অব জোজো’। যার বুকিং ৮৫ শতাংশ। শাহরুখ খানের ‘জিরো’র বুকিং ৬৮ শতাংশ।
আরও পড়ুন, অনিন্দ্যর সুরে সুমনের গান!
বাংলায় রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাসের গল্প রয়েছে এ ছবিতে। রসগোল্লা আবিষ্কারের গল্প। নবীনচন্দ্র আর ক্ষীরোদমণি দেবীর গল্প। উজান-অবন্তিকা এ ছবিতে ডেবিউ করেছেন। এ ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)