‘পোস্ত’র একটি দৃশ্যে মিমি, যিশু ও অর্ঘ্য। ছবি: উইন্ডোজ-এর ইউটিউব পেজের সৌজন্যে।
প্রায় দু’মাস বয়স হতে চলল তার। মাত্র এই ক’দিনেই বেশ কিছু নতুন মাইলস্টোন তৈরি করে ফেলেছে সে। সে অর্থাত্ ‘পোস্ত’। পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নবম সন্তান। হ্যাঁ, সন্তানই বলা চলে। কারণ নিজের সন্তানের মতোই ভালবেসে ছবি তৈরি করেন তাঁরা।
‘পোস্ত’ মুক্তি পেয়েছিল গত ১২মে। দর্শকদের একটা বড় অংশের প্রশংসা পেয়েছে ছবিটি। সমালোচনা যে একেবারেই হয়নি তেমন নয়! তবে প্রশংসার পাল্লা ভারি। এসেছে বক্স অফিস সাফল্যও। এ বার এক নতুন উড়ান।
আরও পড়ুন, শিশুদের নিয়ে রিয়্যালিটি শো বন্ধের আর্জি সুজিতের
আগামী ১৫ জুলাই নেদারল্যান্ডে কর্মাশিয়াল স্ক্রিনিং হবে ‘পোস্ত’র। আয়োজনে বাঙালি অ্যাসোসিয়েশন ‘আনন্দধারা’। সুইডেনে ‘পোস্ত’ দেখানো হবে আগামী ৩ সেপ্টেম্বর। আমদাবাদেও ‘বেঙ্গলিস ইন হায়দরাবাদ’-এর উদ্যোগে রিলিজ করবে ছবিটি। এই সব ক’টি জায়গাতেই বাংলা ছবি হিসেবে দরজা খুলল ‘পোস্ত’। এই প্রথম কোনও বাংলা ছবির স্ক্রিনিং হচ্ছে নেদারল্যান্ডস, সুইডেন ও আমদাবাদে। এমনটাই দাবি শিবপ্রসাদের। তাঁর কথায়, ‘‘বাংলা ছবি হিসেবে আজ পোস্ত এই জার্নিটা শুরু করল। আগামী দিনে আরও অনেক বাংলা ছবি এ সব জায়গায় পৌঁছবে বলে আমার বিশ্বাস। সত্যিই খুব ভাল লাগছে।’’ আমদাবাদে মুক্তির আগেই বুকিং হাউসফুল বলেও জানিয়েছেন তিনি।
নতুন বিষয় নিয়ে ‘পোস্ত’তে কাজ করেছেন পরিচালক জুটি। কখনও সৌমিত্র, কখনও মিমি, কখনও বা ‘পোস্ত’ অর্থাত্ অর্ঘ্য এগিয়ে নিয়ে গিয়েছে ছবিটি। নতুন উড়ানেও সাফল্যের বিষয়ে কনফিডেন্ট টিম ‘পোস্ত’।