সোনাক্ষী সিংহ
একজন পুরুষও ‘নারীবাদী’ হতে পারেন। সাধারণত এই শব্দবন্ধের ভুল ব্যাখ্যা হয়ে থাকে, বলছেন আলিয়া ভট্ট। তাঁর মতে, ‘‘ফেমিনিস্ট মানেই সে পুরুষবিদ্বেষী এমন নয়।’’ অন্যদিকে সোনাক্ষী সিংহের মতে, ‘‘একজন পুরুষ যিনি মহিলাদের পক্ষে সওয়াল করেন, তাঁকে আমরা নারীবাদী বলতে পারি।’’
নারীবাদ আসলে সমানাধিকারের কথা বলে। যেখানে নারী-পুরুষের মধ্যে ভেদ থাকবে না। সেখানে কখনই পুরুষজাতিকে হেয় করার অভিপ্রায় থাকে না বলে, মত দুই নায়িকারই। ‘‘মহিলারা পুরুষদের তুলনায় ভাল কিংবা তাঁরাই সেরা এমনটা আমি একবারও বলি না।
আলিয়া ভট্ট
দু’জনেরই একে অপরকে দরকার। তাই হাত মিলিয়ে চলাই ভাল,’’ মন্তব্য আলিয়ার। নারী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনাক্ষী। সেখানে তাঁর বার্তা, ‘‘আমার কাছে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। তাই নারী বলে কোনও অতিরিক্ত সুবিধে নেওয়ারও বিপক্ষে আমি।’’
@srbachchan:
শ্বেত-স্পর্শ: মেয়ে শ্বেতা নন্দার সঙ্গে ছবি দিয়ে অমিতাভের টুইট,
‘her ছাড়া hero তে শুধু 0 থাকে’।