টলি-পাড়ার অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়।
আর্থিক অনটনে টলি-পাড়ার অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়। বালির বাসিন্দা ৬০ বছরের সেই অভিনেতা গত ছ’মাস একটিও কাজ পাননি। স্ত্রীর সঙ্গে সংসার। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তবুও দু’জনের সংসার চালানোর সামর্থ্যও নেই সুব্রতর। ২০০৬-এ তিনি অভিনয় জগতে পা রেখেছেন। করোনার অতিমারির আগে এমন অবস্থা কোনও দিন হয়নি তাঁর। অর্থাভাবের কারণে এমনকি আত্মহত্যার কথাও মাথায় এসেছে সুব্রতর।
খবর পেয়েই সাহায্যের হাত বাড়াল ফেডারেশন। সুব্রতকে টাকা পাঠানো হয়েছে মঙ্গলবার সকালে। আপ্লুত সুব্রত নিজের ফেসবুকে সেই তথ্য দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সম্পাদক অপর্ণা ঘটককে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘ফেডারেশন, কঠিন সময়ে আপনাদের পাশে পেয়েছি। জীবনেও এই ঋণ ভুলব না।’
সুব্রতর ফেসবুক পোস্ট
মঙ্গলবার সকালে আনন্দবাজার অনলাইনকে স্বরূপ বললেন, ‘‘গত কাল রাতে খবর পেয়েই অপর্ণাকে বলি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। তার পর আজ সকাল ১১টার মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।’’
সুব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টেই জানিয়েছেন, আর হাত পাততে চান না তিনি। জুলাই মাস থেকে নিজে খেটে রোজগার করতে চান। তাঁর ভাষায়, ‘হাত পেতে নয়, হাত দিয়ে কাজ করে খেতে চাই।’
অন্য দিকে নব নির্বাচিত বিধায়ক এবং পরিচালক রাজ চক্রবর্তীও সুব্রতর খোঁজ চালাচ্ছেন। অসহায় অভিনেতাকে সাহায্য করার জন্য তিনিও হাত বাড়িয়েছেন। নেটমাধ্যমের সাহায্যে তাঁর সঙ্গে যোগাযোগ করার উপায় বার করেছেন রাজ।