(বাঁ দিকে) মেনকা ইরানি ও ফারহা খান। ছবি: সংগৃহীত।
নৃত্য প্রশিক্ষক ও পরিচালক ফারহা খানের মা প্রয়াত। শুক্রবার মুম্বইয়ে প্রয়াত হলেন মেনকা ইরানি। বয়স হয়েছিল ৭৯। খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। একাধিক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। ইতিমধ্যেই সেলিম খান, রানি মুখোপাধ্যায়, ফরদিন খান-সহ বলিউড ইন্ডাস্ট্রির আরও অনেক শিল্পীই গিয়েছেন ফারহার বাড়িতে। শিশু অভিনেতা ডেইজ়ি ইরানি ও হানি ইরানির বোন ছিলেন তিনি। ১৯৬৩ সালে সেলিম খানের ‘বচপন’ ছবিতে অভিনয়ও করেছিলেন মেনকা। পরবর্তী কালে অভিনেতা ও পরিচালক কামরান খানের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন মেনকা।
আগে একটি সাক্ষাৎকারে ফারহা জানিয়েছিলেন, একা হাতে দুই সন্তানকে মানুষ করেছেন মেনকা। ফারহা ও সাজিদের বাবা অত্যধিক মদ্যপান করতেন। সব টাকাও নষ্ট করে ফেলেন তিনি। ফারহার কথায়, “বাবা সমস্ত টাকা শেষ করে ফেলেছিলেন। বাবার ছবিও ফ্লপ করে সেই সময়।” স্বামীর মৃত্যুর পরে দুই সন্তানকে মানুষ করতে যথেষ্ট লড়াই করতে হয়েছিল মেনকাকে। ফারহা ও সাজিদ বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার পরে মায়ের দেখাশোনার দায়িত্ব নেন।
কিছু দিন আগে সমাজমাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ফারহা। ছবির সঙ্গে লেখেন, “আমরা প্রত্যেকেই মাকে খুব সহজ ভাবে নিয়ে ফেলি। বিশেষ করে আমি! এই শেষ এক মাসে উপলব্ধি করতে পেরেছি, মাকে ঠিক কতটা ভালবাসি আমি। আমার দেখা সবচেয়ে শক্তিশালী, সাহসী মানুষ তিনি।” একই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন মাকে।