Sara Ali Khan

বিমানবন্দরে অস্বস্তিকর মুহূর্ত! সারাকে ‘অন্য ভাবে’ ছুঁয়ে ফেললেন সেই অনুরাগী?

কানের দুল চুরি করতে গিয়েছিলেন ? বিমানবন্দরে অনুরাগীর আচরণ দেখে শিউরে উঠলেন অনেকেই। আবার কেউ বুঝলেন, ভালবাসা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৪
Share:

সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁর হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। চুলের মধ্যে দিয়ে হাতটা লক্ষ্যভ্রষ্ট হল কি না, ভাল বোঝা গেল না। ফাইল চিত্র

জয়পুর থেকে ফেরার পথে অদ্ভুত অভিজ্ঞতা সারা আলি খানের। মুম্বই বিমানবন্দরে নামতে না নামতেই অনুরাগীরা এসে ছেঁকে ধরলেন তাঁকে। সাদা সালোয়ার কামিজ আর গোলাপি দুপাট্টায় ঝলমল করছিলেন নায়িকা। সদ্য জন্মদিন পালন করে ঘরে ফিরছেন, মুখের হাসি অম্লান। তাঁকে দেখে কেউ নিজস্বীর আবদার করলেন, কেউ আবার করমর্দনের। তার মধ্যেই ঘটে গেল ব্যাপারটা। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত।

Advertisement

দেখা যায়, এক মহিলা অনুরাগী হাত বাড়িয়ে দিলেন তাঁর দিকে। সারাও ছুঁয়ে দিলেন তাঁর হাত, কিন্তু তার পরই সেই মহিলা সারাকে অন্য ভাবে ছুঁতে চাইলেন। সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁর হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। চুলের মধ্যে দিয়ে হাতটা লক্ষ্যভ্রষ্ট হল কি না, ভাল বোঝা গেল না।

দু’জনেই দু’দিকে হেঁটে চলে গেলেন। সেই দেখে মন্তব্যে নানা মুনির নানা মত। কেউ মনে করছেন, “কানের গয়না ছিনিয়ে নিতে গিয়েছিল মহিলাটি!” কেউ আবার সারার সহনশীলতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। বললেন, “কী সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে, কোনও অহঙ্কার নেই।”

Advertisement

অমৃতা সিংহ আর সইফ আলি খানের মেয়ে সারা। সম্প্রতি উদয়পুর সফরের ছবি পোস্ট করেছেন তিনি। মা অমৃতার সঙ্গেও পোজ় দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “আমার গোটা জগৎকে শুভ জন্মদিন। আমার আনন্দ, উল্লাস হওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, আমার সামনে আয়না ধরার জন্য।”

২০১৮ সাল। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা। পরে, তাকে রণবীর সিংহের সহ-অভিনেত্রী হিসাবে দেখা যায় ‘সিম্বা’তে। বরুণ ধওয়ানের সঙ্গে ‘কুলি নং ১’ রিমেকেও ছিলেন সারা। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘আতরঙ্গি রে’-তে।

বর্তমানে সারার হাতে একগুচ্ছ ছবি। ‘মেট্রো ইন দিনো’, ‘গ্যাসলাইট’ এবং ভিকি কৌশলের সঙ্গে একটি শিরোনামবিহীন চলচ্চিত্র তাঁর ঝুলিতে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement