রণবীর কপূর আলিয়া ভট্টের রক্ষাকর্তা? ছবি: সংগৃহীত।
জনপ্রিয়তার ঠ্যালা কি একেই বলে! সোমবার সন্ধ্যায় ছবিশিকারিদের মুখোমুখি আলিয়া ভট্ট-রণবীর কপূর। সদ্য কপূর খানদানের বিয়ে মিটেছে। রণবীরের তুতো ভাই আদর জৈন গাঁটছড়া বাঁধলেন আলেখা আডবাণীর সঙ্গে। সেই পর্ব মিটতেই রাস্তায় সাধারণ বেশবাসে দেখা গিয়েছে তাঁদের। রণবীর-আলিয়াকে দেখে ঘিরে ধরেন ছবিশিকারিরা। সমাজমাধ্যমে তাঁদের ভাগ করে নেওয়া ঝলক বলছে, সেখানেই অভিনেত্রীর বাহু ধরে টানাটানি করতে থাকেন একাধিক মহিলা অনুরাগী!
আচমকা এ রকম পরিস্থিতি তৈরি হওয়ায় বিমূঢ় অভিনেত্রী। কী করা উচিত, বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন কয়েক মুহূর্ত। বুঝি মনে মনে বলছিলেন, ‘রক্ষা করো রণবীর’! আলিয়ার অবস্থা দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন অভিনেতা। স্ত্রীকে অনুরাগীদের অভব্যতার হাত থেকে রক্ষা করেন তিনি। এক হাতে আগলে নেন তাঁকে। অন্য হাত দিয়ে তাঁদের চারপাশে জমে থাকা ভিড় সরিয়ে এগোতে থাকেন। রণবীরের এই আচরণ নিয়েও নাকি সমালোচনায় মুখর কিছু নেটাগরিক। তাঁদের মতে, ভিড় সরানোর সময় রণবীর এতটাও রুক্ষ না হলে পারতেন। তিনি যে বিরক্ত তার প্রকাশ সেই সময় তাঁর চোখেমুখে স্পষ্ট।
এর আগেও একাধিক বার একই ভাবেই ভিড়ের হাত থেকে, অনুরাগীদের হাত থেকে আলিয়া বা শিশুকন্যা রাহাকে আগলাতে দেখা গিয়েছে রণবীরকে। বিমানবন্দর থেকে প্রকাশ্য রাস্তাঘাটে— এ ভাবেই ত্রাতা তিনি। কখনও বিনীত ভাবে, জোড়হাতে ছবিশিকারিদের প্রত্যাখ্যান করেছেন। কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। তবে রণবীর যে তাঁর পরিবার সম্পর্কে যথেষ্ট যত্নশীল, এই আচরণ যেন তারই প্রমাণ।