পণ্ডিত রবিশঙ্কর
শতবর্ষের রবিশঙ্কর বেজে উঠলেন ইমনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তাঁর ছাত্ররা ইমন রাগের ওপর তাঁর নিজস্ব কম্পোজিশন বাজালেন সুরের আলাপে, উদ্যাপন করলেন সেতারের একশো বছর জন্মদিন। আজ তাঁর শতবর্ষ। এ জন্মদিন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের। তাই পণ্ডিত বিক্রম ঘোষ শ্রদ্ধা জানালেন তবলায়। কন্যা অনুষ্কাশঙ্কর সেতারে। বিশ্ব মোহন ভট্ট মোহনবীণায়, শুভেন্দ্র রাও সেতারে, বিসি মঞ্জুনাথ মৃদঙ্গমে, সানাইয়ে অশ্বিনী শঙ্কর, চেলোয় বেরি ফিলিপস ঝংকার তুললেন জন্মদিনের। বিশ্ব জুড়ে লকডাউনের সময় যে যার বাড়িতে বসে ভিডিয়ো করে পণ্ডিতজিকে শ্রদ্ধা জানালেন। ইমনে জুড়ে গেল বিশ্বের সব সুর। ইমন রাগের জন্যই ভিডিয়োর নাম দেওয়া হল 'সন্ধ্যা রাগ'।
সংগীতের জাদুবিদ্যাটিকে সম্পূর্ণ করে আয়ত্ত করেছিলেন রবিশঙ্কর, জীবন ও সুর, উভয়ক্ষেত্রেই শেষবিন্দু পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তিনি। সাম্প্রতিক অতীত আর ভবিষ্যৎ তাঁকে উপমহাদেশীয় সঙ্গীতের জন্মদাতা হিসেবে মনে রাখবে।
আরও পড়ুন: মিস ইংল্যান্ডের মুকুট খুলে করোনা চিকিৎসায় মন দিলেন বাঙালি কন্যা ভাষা
আরও পড়ুন: করোনায় আক্রান্ত বলি অভিনেতা পূরব কোহালি এবং তাঁর স্ত্রী-কন্যা