শোনা যায় মা জনক রানির খুব ন্যাওটা এই বিখ্যাত তারকা।
কপিলের বাবা ছিলেন পুলিশের হেড কনস্টেবল। যিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
কপিল শর্মার দাদা অশোক কুমার শর্মাও একজন পুলিশ কনস্টেবল।
এ ছাড়া তাঁর এক বোনও আছে। নাম পূজা পবন দেবগণ। তাঁরা সবাই অমৃতসরে থাকেন।
অমৃতসরেই স্কুল এবং কলেজ জীবন কাটিয়েছেন কপিল।
কলেজে পড়ার সময় তিনি একটি থিয়েটার গ্রুপে অভিনয় করতেন। সেখান থেকেই অভিনয় জীবনে তাঁর স্ট্রাগল শুরু।
কপিল শর্মার আসল নাম কপিল পুঞ্জ।
কপিল কিন্তু আদতে গায়ক হতেই মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন।
‘স্টার ইয়া রকস্টার’ নামে একটি রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন কপিল। সেই রিয়্যালিটি শোয়ে কপিলের পারফরম্যান্স দেখে খুশি হয়ে টুইট করেছিলেন লতা মঙ্গেশকর।
২০০৭ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ নামে কমেডি শোয়ের প্রতিযোগী ছিলেন কপিল। এমনকী শেষ পর্যন্ত এই শোটি জিতেছিলেন তিনিই।
কপিল ২০১২ সালে ফোর্বসের প্রকাশ করা সেরা ভারতীয় সুপারস্টারের তালিকার ৬৯তম স্থান দখল করেছিলেন।
বিনোদন ক্ষেত্রে কপিলের অবদানের জন্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ২০১৫ সালে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন।