Ena Saha On Kuntal Ghosh

এনাও কাজ করেছিলেন কুন্তলের সঙ্গে, বনিকাণ্ডের পর ভয়ে আছেন? স্পষ্ট জবাব আনন্দবাজার অনলাইনকে

এই মুহূর্তে জেলবন্দি, নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে আলাপ ছিল অভিনেত্রী এনা সাহারও। কী ভাবে হল আলাপ, কতটা ঘনিষ্ঠ তাঁরা? জানালেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৮:১৪
Share:
Picture Of Kuntal Ghosh And ena Saha

কুন্তলের সঙ্গে এনার পরিচয় কত দিনের? মুখ খুললেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

টলিউডে নাকি ছেয়ে গিয়েছে নিয়োগ দুর্নীতির টাকা! ৯ মার্চ প্রথম ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছিল টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে। রীতিমতো দু’দফায় জেরা করা হয় অভিনেতাকে। উঠে আসছে টলিউডের আরও চার অভিনেত্রীর নাম। এই মুহূর্তে জেলবন্দি নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ। তাঁর সঙ্গেই নাকি ঘনিষ্ঠতা টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের। কুন্তলের সঙ্গে পরিচয় ছিল এনারও। কাজও করেছেন। সেই সময় অবশ্য কুন্তল ছিলেন নব্য প্রযোজক। কী ভাবে যোগাযোগ হল এনা-কুন্তলের? কবে থেকেই বা পরিচিত তাঁরা একে অপরের? কুন্তলের পরিচিত হওয়ায় কি ভীত এনা? জানালেন আনন্দবাজার অনলাইনকে।

Advertisement

এনা বলেন, ‘‘হ্যাঁ কুন্তলকে চিনি। কাজ করেছি ওঁর ইউটিউব চ্যানেল নবকথা ইনিশিয়েটিভের জন্য, একটি মিউজ়িক ভিডিয়োতেও কাজ করি। প্রায় চার বছর আগের কথা।’’ এই মিউজ়িক ভিডিয়োতে এনার সঙ্গে দেখা গিয়েছে অভিনেতা প্রসূন গায়েনকে। তবে এনার সঙ্গে কুন্তলের পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রসূনই, জানান অভিনেত্রী। এনার কথায়, ‘‘এই ভিডিয়োর জন্য যে টাকা চেয়েছিলাম, তাই পেয়েছিলাম। সেই কারণেই রাজি হই।’’

প্রযোজক কুন্তলের জন্য পর পর দু’টি কাজ করেন এনা। অভিনেত্রীর কথায়, ‘‘আমার সঙ্গে কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই কুন্তলের। মাত্র দুটো কাজ করেছি। কাজের সূত্রে আলাপ হয়েছিল। চার বছর আগে শেষ দেখা হয়েছে।’’

Advertisement

কিন্তু এই মুহূর্তে জল যে দিকে গড়াচ্ছে তাতে কি ভয় পাচ্ছেন এনা? তাঁর সাফ কথা, ‘‘আমি কিছু ভুল করিনি, ভয় পাব কেন?’’ অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রযোজক এনা। তাঁর প্রযোজনায় প্রথম ছবি ছিল ‘এসওএস কলকাতা’ ও ‘চিনে বাদাম’। ‘এসওএস কলকাতা’য় ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। ‘চিনে বাদাম’ ছবিতে যশের সঙ্গে জুটি বাঁধেন এনাই। যদিও ছবিটি নিয়ে জটিলতা দেখা যায় মুক্তির আগে। এই ছবির পাশ থেকে সরে যান যশ। তবে এনার কথায়, ‘‘আমার প্রযোজনা সংস্থার সঙ্গে কুন্তলের কোনও যোগ নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement