বিয়ের পিঁড়িতে কাদম্বিনীও! ‘লোকনাথ’ ভাস্বর এবার ‘ডাক্তার’

বিয়ের দেরি নেই কাদম্বিনীরও! প্রোমো বলছে, ছোট পর্দার বিয়ের মরশুমে মাস্টারমশাই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ও বিয়ের প্রস্তাব দিতে চলেছেন ছাত্রী কাদম্বিনীকে। যদিও অভিনেত্রীর বক্তব্য, ‘‘এ রকম কিছুই না। মাস্টারমশাইয়ের সঙ্গে বাংলার প্রথম মহিলা ডাক্তারের বিয়ে হওয়ারই ছিল। স্টার জলসার 'প্রথমা কাদম্বিনী'তে এবার সেই পর্ব আসতে চলেছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪২
Share:

সোলাঙ্কি।

বিয়ের দেরি নেই কাদম্বিনীরও! প্রোমো বলছে, ছোট পর্দার বিয়ের মরশুমে মাস্টারমশাই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ও বিয়ের প্রস্তাব দিতে চলেছেন ছাত্রী কাদম্বিনীকে। যদিও অভিনেত্রীর বক্তব্য, ‘‘এ রকম কিছুই না। মাস্টারমশাইয়ের সঙ্গে বাংলার প্রথম মহিলা ডাক্তারের বিয়ে হওয়ারই ছিল। স্টার জলসার 'প্রথমা কাদম্বিনী'তে এবার সেই পর্ব আসতে চলেছে।’’

Advertisement

ডাক্তার হওয়ার পথ খুব মসৃণ ছিল না কাদম্বিনীর, সেটিও দেখানো হয়েছে প্রোমোতে। মাত্র এক নম্বরের জন্য তাঁকে আটকে দেন মেডিকেল বোর্ডের পরীক্ষক চিকিৎসক রাজেন্দ্রচন্দ্র চন্দ্র। সেরা ছাত্রীর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের বাধা কাটাতেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন দ্বারকানাথ।

অবশেষে কাদম্বিনীর বিয়ে? ফোনে ধরতেই সোলাঙ্কি রায় বললেন, ‘‘দ্বারকানাথ-কাদম্বিনীর বিয়ের কথা জীবনীতেই উল্লেখ আছে। পর্দায় সেই বিয়ে দেখাতে সম্ভবত আর একটু সময় লাগবে। আপাতত প্রোমোয় প্রস্তাব পর্ব দেখানো হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন: শৌভিক-স্যামুয়েলের পর মাদক কাণ্ডে সুশান্ত ঘনিষ্ঠ আরও এক গ্রেফতার​

‘বাবা লোকনাথ’-এর পর ‘রাজেন্দ্র’ চরিত্র দিয়েই ছোটপর্দায় নতুন রূপে ফিরছেন ভাস্বর চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডিজিটালকে জানালেন, "‘বাবা লোকনাথ’ শেষ হতে দর্শক-ভক্তদের মতো আমারও মন খারাপ হয়েছিল। এর পরেই এসভিএফ-এর তরফ থেকে নতুন অফার আসে।’’

ডাক্তারি পড়ার এই কঠিন ধাপে দ্বারকানাথ জীবনসঙ্গী হয়ে এসে কাঁধে হাত রাখবে কাদম্বিনীর । দেখুন #ProthomaKadombini ইতিহাসের মহাসূচনা সোম - রবি 6:00 PM #StarJalsha #স্টারজলসা

A post shared by Star Jalsha (@starjalsha) on

পজিটিভ ক্যারেকটার থেকে এক লাফে নেগেটিভ চরিত্রে? উপভোগ করছেন, দাবি অভিনেতার। বললেন, অভিনয়ের স্বাদবদল মানেই একঘেয়েমি থেকে মুক্তি। দৃশ্য বলছে, সে যুগেও ফেভারিটিজম ছিল! যা ছিল ভারতে তা-ই আছে ভারতে, মনে করেন ভাস্বর। কে, কীভাবে তাকে সামলে চলবেন, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement