মা দুর্গার বোধনে প্রকাশ পেল মধুমিতার ‘সীতা লুক’

অকালবোধনের ঘটনাই অনুষ্ঠানের মূল বিষয়। অভিনেতা-সাংসদ মিমি এই অনুষ্ঠানে সীতার চরিত্রে। রামের চরিত্রে থাকছেন জিতু কমল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৬
Share:

মধুমিতা সরকার।

লকডাউনের পর প্রথম কাজে ফিরলেন অভিনেত্রী মধুমিতা সরকার। একটি চ্যানেলের জন্য 'সীতা' চরিত্র করলেন তিনি।
কৃষ্ণনবমব্যধিকল্পে আজ দুর্গার বোধন। এই দিনেই প্রকাশ পেল মধুমিতার সীতার লুক।

Advertisement

মধুমিতা আনন্দবাজার ডিজিটালকে বললেন, "আমি সীতা হয়েও রাবণের সঙ্গে কাজ করে খুব খুশি! রাজেশ শর্মা এখানে রাবণ। ওঁর সঙ্গে কাজ করতে গিয়ে সিনেমা আর অভিনয় নিয়ে আলোচনা করতে পেরে আমার খুব ভাল লেগেছে।" চিত্রনাট্য হাতে পাওয়ার পর পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনেই সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা করেন মধুমিতা। জানালেন, "রাজেশ শর্মার সঙ্গে অভিনয়ের জন্য তাই সে ভাবেই প্রস্তুতি নিয়েছি। ফ্লোরে কল টাইমের আগে পৌঁছে যেতাম। একটু যাতে রিহার্সাল করা যায়।"

সীতা রূপে মধুমিতা

Advertisement

অকালবোধনের ঘটনাই অনুষ্ঠানের মূল বিষয়। অভিনেতা-সাংসদ মিমি এই অনুষ্ঠানে সীতার চরিত্রে। রামের চরিত্রে থাকছেন জিতু কমল। বাংলার ছোট পর্দা থেকে অনেক দিনই দূরে রয়েছেন রাজেশ। রাবণের চরিত্রে প্রস্তাব পেয়েই রাজি হয়ে যান তিনি। করোনার আবহে যুদ্ধের দৃশ্য আলাদা করেই শুট করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

আরও পড়ুন- সুশান্ত-কাণ্ডে জোর ধাক্কা আলিয়া ভট্টের ব্র্যান্ড ইমেজে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement