দিলীপকুমার।— ফাইল চিত্র।
কিডনির সংক্রমণ ও ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে গত ২ অগস্ট থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি অভিনেতা দিলীপকুমার। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
আরও পড়ুন, নতুন বাজি ধরেছেন রূপঙ্কর, জিতবেন তো?
দিলীপকুমারের জন্য চিকিত্সকদের একটি দল গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই টিমের সদস্য চিকিত্সক জালাল ডি পার্কার সাংবাদিকদের বলেন, ‘‘দিলীপকুমার ভাল নেই। ওঁর ডায়লিসিস চলছে। কিন্তু ভেন্টিলেশনে দেওয়া হয়নি।’’
আরও পড়ুন, দেব, জিত্, প্রসেনজিতদের লড়াইয়ে জিতলেন কে?
বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন অভিনেতা। গত বছরের ডিসেম্বরেই জ্বর ও পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, দিলীপকুমারের বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালে সর্বক্ষণ অভিনেতার পাশে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রাবানু।