২০০১-এ ‘কসৌটী জিন্দেগী কে’ ধারাবাহিকে নজর কেড়েছিলেন অনুরাগ বসু। যাঁর আসল নাম সেজান খান। অনুরাগের চরিত্রের জন্য আজও সমান জনপ্রিয় সেজান। গ্যালারির পাতায় দেখে নিন এখন কেমন দেখতে হয়েছেন এই অভিনেতা।
২০০১ থেকে টানা আট বছর চলেছিল এই ধারাবাহিক। অনুরাগের চুলের স্টাইল ও হাসির জাদুতে বহু মহিলাই তাঁর প্রেমে পড়েছিলেন।
অনুরাগ ও প্রেরণার অন-স্ক্রিন কেমিস্ট্রি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। প্রেরণার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শ্বেতা তিওয়ারি। ধারাবাহিকে ছোটবেলা থেকেই দু’জন একে অপরকে পছন্দ করতেন বলে দেখানো হয়েছিল। কোমলিকার চরিত্রে নজর কেড়েছিলেন উর্বশী ঢোলাকিয়াও।
একতা কপূরের ‘কসৌটী জিন্দেগী কে’তে অভিনয় করেই পরিচিতি পেয়েছিলেন সেজান। কাজের সূত্রে সেজান মুম্বইতে থাকলেও, তাঁর গোটা পরিবারই পাকিস্তানের করাচির বাসিন্দা।
‘কসৌটী জিন্দেগী কে’ ছাড়াও ‘কিউকি সাস ভী কভী বহু থী’, ‘পিয়া কে ঘর জানা হ্যায়’, ‘সীতা অওর গীতা’ র মতো বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সেজান।
হিন্দি ধারাবাহিক, মিউজিক অ্যালবাম, পাকিস্তানি ধারাবাহিকে কাজ করলেও, ছবিতে কাজ করেননি সেজান।২০১৬-এ ‘গঙ্গা’ নামে একটি ধারাবাহিকে সেজানের কামব্যাকের খবর শোনা গিয়েছিল। যদিও পরে মোহিত আব্রল সেই অভিনয় করেন।
অভিনয় জগত থেকে ইদানীং অনেকটাই দূরে তিনি। আজকাল তাঁকে প্রায় দেখাই যায় না। সেজানের চেহারাও অনেকটাই বদলে গিয়েছে। যদিও ‘অনুরাগ’ সেজান আজও সমান জনপ্রিয়।