মিঠুন চক্রবর্তীর সঙ্গে অরিত্রর ‘হাঁদা ভোঁদা’ তুমুল জনপ্রিয় হয়েছিল। তবে বছর দশেক অভিনয় করার পর বিরতি নেন অরিত্র।
‘চিরদিনই তুমি যে আমার’, ‘খোকাবাবু’, ‘লে ছক্কা’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অরিত্র।
বাবা-মায়ের সঙ্গে পরামর্শ করে ২০১৩-এর পর অভিনয় থেকে বিরতি নিয়ে পড়াশোনায় মন দেন।
অ্যাঙ্কারিংয়ের সেই দিন। মঞ্চে অরিত্র।
জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার।
২০১৬-এ অরিত্র পেরিয়েছেন উচ্চমাধ্যমিকের গণ্ডি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য।
আপাতত ছবির এডিটর ও কালারিস্ট হিসেবে কাজ করছেন।
ভবিষ্যতে ফের কি অভিনয় করতে দেখা যাবে অরিত্রকে?