চিনে নিন নতুন গোয়েন্দাকে। ছবি: ইউটিউবের সৌজন্যে।
ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবু, কিরীটী, গোগোল, শবর— লম্বা লিস্ট। ঠিক ধরেছেন গোয়েন্দাদের লিস্ট। বড়পর্দায় এই গোয়েন্দাদের আপনি আগেই দেখেছেন। এ বার শহরে আসছেন এক নতুন গোয়েন্দা। কে তিনি?
তিনি গোয়েন্দা বরদাচরণ। সঙ্গে তাঁর সহকারী। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আসন্ন ছবি ‘মনোজদের অদ্ভুত বাড়ি’।
বরদাচরণের চেহারার মধ্যে বিশেষত্ব হল তাঁর ঝোলা গোঁফ। সদ্য মুক্তিপ্রাপ্ত ভিডিওতে দেখা যাচ্ছে, টেলিফোন বুথে ঢুকে তিনি ফোন করছেন। যাঁকে ফোন করছেন তাঁকে ‘ব্যোমকেশদা’ বলে সম্বোধন করছেন। বরদাচরণ জানাচ্ছেন, এ বার পুজোয় নাকি তিনি আসছেন। আর এই চরিত্রে দেখা যাচ্ছে ব্রাত্য বসুকে।
‘উইন্ডোজ’ এর প্রযোজনায় ভাল ছবি যে হতে পারে তার প্রমাণ ‘প্রজাপতি বিস্কুট’-এ আগেই পেয়েছেন দর্শক। সেই ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরের ছবি ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র কারখানাও ‘উইন্ডোজ’। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ অক্টোবর।
আরও পড়ুন, ‘পরিচালক হলেও অভিনয়টা করবই, আমি মেগাজিত্’
এ ছবির বহু চমকের মধ্যে রয়েছে আবির চট্টোপাধ্যায়ের প্লেব্যাক। ছবিতে হরিণগড়ের হারিয়ে যাওয়া রাজপুত্র কন্দর্পনারায়ণের ভূমিকায় অভিনয় করছেন আবির। পাকেচক্রে যে কন্দর্পনারায়ণ ডাকাতদের দলে ভিড়ে যায়। ছবির একটি সিকোয়েন্সে ডাকাতিরই গান গাইবেন আবির। সঙ্গে থাকছেন ভজবাবুর ভূমিকায় রজতাভ দত্ত। বলা যেতে পারে আবির এবং রজতাভর ডুয়েট গান এটি।
গানটি লিখেছেন শিলাজিৎ। সুরও তাঁর। নাম ‘ডাকাত হব আস্তে আস্তে’। প্রথমে ভাবা হয়েছিল, পেশাদার গায়কদের দিয়েই গানটা রেকর্ড করা হবে। শেষে ঠিক হয়, সিকোয়েন্সের মজাটা ধরে রাখতে অভিনেতারা গাইলেই স্বাদটা ফুটবে ভাল! গানঘর শিলাজিতের দায়িত্বে দেওয়াটাও নতুন চমক।