Disha Patani

Disha-Alia: দিশার কোন স্নান পোশাকে মুগ্ধ আলিয়া? দেখে নিন ছবি

বাঘছাল প্রিন্টের স্নান পোশাক পরে ছবি দিলেন অভিনেত্রী। দেখা যাচ্ছে, বিদেশে কোনও এক সমুদ্রের তীরে খোলা চুলে দাঁড়িয়ে দিশা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৫:৩৮
Share:

দিশা পাটানি এবং আলিয়া ভট্ট।

নেটমাধ্যমে উষ্ণতা কী ভাবে ছড়াতে হয়, সে বিদ্যায় সিদ্ধহস্ত দিশা পাটানি। শুক্রবার আরও একবার সে কথাই প্রমাণ করলেন অভিনেত্রী।

Advertisement

বাঘছাল প্রিন্টের স্নান পোশাক পরে ছবি দিলেন অভিনেত্রী। দেখা যাচ্ছে, বিদেশে কোনও এক সমুদ্রের তীরে খোলা চুলে দাঁড়িয়ে দিশা। ক্যামেরার থেকে চোখ সরিয়ে রেখেছেন তিনি। মুখে মৃদু হাসি। সৈকত থেকে কুড়িয়ে পাওয়া ঝিনুক হাতে নিয়ে অনুরাগীদের দেখাচ্ছেন তিনি। সময়ের নির্দিষ্ট উল্লেখ না থাকলেও সম্ভবত অতীতে ছুটি কাটাতে যাওয়ার সময়ের ছবি এটি। দিশার এই ছবি দেখে মুগ্ধ স্বয়ং আলিয়া ভট্ট। এই ছবিকে ‘লাইক’ করেছেন তিনি।

দিশার এই ছবিকে মাত্র কিছুক্ষণের মধ্যে পছন্দ করেছেন ১২ লক্ষের বেশি নেটাগরিক। দিশার দিদি খুশবু পাটানিও মন্তব্য বাক্সে ‘সুন্দরী’ তকমা দিয়েছেন তাঁকে। গত এপ্রিল মাসে প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে মলদ্বীপে গিয়েছিলেন দিশা। সেই সময় কখনও সমুদ্রতটে রোদ স্নান, কখনও আবার খয়েরি বিকিনিতে সেখানেই বসে ছবি তুলে উষ্ণতা ছড়িয়েছিলেন টাইগার বান্ধবী।

Advertisement

দিশাকে শেষ দেখা গিয়েছে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে। শোনা যাচ্ছে, ‘এক ভিলেন ২’ ছবিতেও দেখা যাবে অভিনেত্রীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement