মেয়ের পর এ বার মা। রাজেশ খন্নাকে নিয়ে নাসিরুদ্দিন শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করে মুখ খুললেন ডিম্পল কাপাডিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে ডিম্পল বলেন, ‘‘যে যাঁর নিজের মতামত ব্যক্ত করতেই পারেন। তবে হিন্দি সিনেমায় রাজেশের অবদান সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। তাঁর কেরিয়ারই তাঁর প্রতিভার হয়ে কথা বলে। সুতরাং আমার স্বামীর হয়ে প্রচার করার জন্য কারও প্রয়োজন হয় না।’’
কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে সুপারস্টার রাজেশ খন্নাকে ‘নিম্ন মানের অভিনেতা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা নাসিরুদ্দিন। একটি দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার সময় নাসিরুদ্দিন বলেছিলেন, ‘‘খুব সহজেই ইন্ডাস্ট্রিতে সাফল্য পেয়ে গিয়েছিলেন রাজেশ। আসলে তাঁর অনেক সীমাবদ্ধতা ছিল।’’
নাসিরউদ্দিনের এই মন্তব্যের পরেই নিন্দার ঝড় ওঠে ইন্ডাস্ট্রিতে। পাল্টা তোপ দেগে মুখ খোলেন রাজেশের মেয়ে টুইঙ্কল। টুইটারে তিনি লেখেন, ‘‘এক জন জীবিত মানুষকে সম্মান করতে না পারলেও এক জন মৃত মানুষকে সম্মান করুন। মৃত মানুষ তো উত্তর দিতে পারে না। তাই তাঁকে আক্রমণ করা অত্যন্ত নিম্ন রুচির।’’ এই ঘটনার পরেই ক্ষমা চান নাসিরুদ্দিন। তিনি জানান, রাজেশ খন্নাকে ছোট করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
আরও পড়ুন: রাজেশকে নিয়ে মন্তব্যে ক্ষমাপ্রার্থী নাসিরুদ্দিন