Diljit Dosanjh

দেখুন আমি কী ‘হট’! পাহাড়প্রমাণ বাইসেপের ছবি দিয়ে অনুরাগীদের মন ভাল করলেন দিলজিৎ

উত্তাপ ছড়াতে সিদ্ধহস্ত অভিনেতা দিলজিৎ। খোলা চুলে বাইসেপ দেখিয়েও অনুরাগীদের মন জিতে নিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪০
Share:

প্রতি দিনের ব্যস্ততায় নিজের মুখোমুখি হওয়া যায় না। রবিবারের বারবেলায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন পঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। শুধু তা-ই নয়, ভক্তদের বিস্মিত করে নিজের পাহাড়প্রমাণ বাইসেপের ছবিও আপলোড করলেন তিনি। ক্যাপশনে লিখেছেন, "আমার যৌন আবেদন যে বিপুল, সে কথা জানি।"

Advertisement

অভিনেতার শক্তিশালী পেশি দেখে প্রশংসার বন্যা বইছিল এমনিই। কেবল নামেই নয়, কথায়ও অনুরাগীদের দিল জিততে ওস্তাদ তিনি।

ছবিতে দিলজিৎ একটি স্লিভলেস টি-শার্ট পরেছিলেন। টোনড বাইসেপগুলি দেখাতে ডান হাত ভাঁজ করে ছবি তুলেছিলেন। খোলা চুলে নীল টুপি, তাঁকে দেখে নিমেষে মজে গেলেন অনুরাগীরা। সকলেই স্বীকার করলেন, তাঁর মতো উত্তেজক, আগুন-পুরুষ বিরল!

Advertisement

প্রায়ই দিলজিৎ তাঁর অনুগামীদের সঙ্গে নিজের অকপট ছবি এবং ভিডিয়ো ভাগ করে নেন। সময়ে সময়ে, প্রতি দিনের কাজের বিবরণ ভাগ করে ভক্তদের অবগত করতে থাকেন। কয়েক সপ্তাহ আগে, তিনি নিজের ইনস্ট্যান্ট নুডলস রান্না করার মুহূর্ত শেয়ার করেছিলেন।

তবে ভিতর-বাইরের উত্তাপ রক্ষায় বিশেষ যত্নবান দিলজিৎ। সম্প্রতি তাঁকে একটি কাশ্মীরি শাল গা থেকে খুলে বলতে শোনা যায়, “এই জিনিসটি সম্প্রতি কাশ্মীর থেকে এসেছে। এটি খাঁটি পশমের তৈরি, শীতকালে আপনাকে গরম রাখবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement