Entertainment News

শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, ফের হাসপাতালে দিলীপ কুমার

দিলীপ কুমারের সরকারি টুইটার অ্যাকাউন্টেই বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। টুইটটি করেছেন দিলীপ কুমারের ঘনিষ্ঠ বন্ধু ফৈজল ফারুকি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৫
Share:

দিলীপ কুমার। ছবি-সংগৃহীত।

ফের অসুস্থ ‘পদ্মবিভুষণ’ খেতাবজয়ী অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণের জন্য বলিউডের ৯৫ বছর বয়সী অভিনেতাকে ভর্তি করানো হয়েছে লীলাবতী হাসপাতালে।

Advertisement

দিলীপ কুমারের সরকারি টুইটার অ্যাকাউন্টেই বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। টুইটটি করেছেন দিলীপ কুমারের ঘনিষ্ঠ বন্ধু ফৈজল ফারুকি।

দিলীপ-জায়া সায়রা বানু বলেছেন, ‘‘নানা রকমের রুটিন চেক-আপের জন্যই ওঁকে (দিলীপ কুমার) ভর্তি হতে হয়েছে হাসপাতালে। সব রকমের পরীক্ষানিরীক্ষা করানো হচ্ছে। আর সেই সবই হচ্ছে চিকিৎসক নিতিন গোখেলের তত্ত্বাবধানে।’’

Advertisement

এর আগে কিডনির সমস্যায় দিলীপ কুমারকে ভর্তি হতে হয়েছিল লীলাবতী হাসপাতালে। গত বছরের অগস্টে।

আরও পড়ুন- পিঠে হাত রেখে কবি বললেন...​

আরও পড়ুন- মেঘলা দিনেই কবিতা ভাল ছাপা হয়​

সারা জীবনে ‘দেবদাস’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’ ও ‘মোগল-ই-আজম’-এর মতো ৬৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার। ১৯৯৪ সালে পান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। তার ২১ বছর পর ২০১৫-য় পান ‘পদ্মবিভূষণ’ খেতাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement