Ananya Panday

আদিত্য-অনন্যার সম্পর্ক নিয়ে নেটপাড়ায় হাসাহাসি, নিজের মেয়েকে নিয়ে মশকরা চাঙ্কির!

অনন্যার প্রেমজীবন নিয়ে রসিকতা চলছে নেটপাড়ায়! এমন হাসি-ঠাট্টা দেখে কী করে বসলেন বাবা চাঙ্কি পাণ্ডে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৬:৫৯
Share:

অনন্যার পাণ্ডের প্রেম জীবন নিয়ে নিজেই ঠাট্টা করলেন বাবা চাঙ্কি পাণ্ডে। ছবি: সংগৃহীত।

মাস কয়েক আগেই আদিত্য রায় কপূরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনন্যা পাণ্ডের। প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন আদিত্য-অনন্যা। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি দু'জনের তরফে। বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, আদিত্যের সঙ্গে বিচ্ছেদে মন ভেঙেছিল অনন্যার। যে প্রেমিকের শার্ট পরে ঘুরতেন, যাঁর পদবি নামাঙ্কিত জামা পরতেন, তিনি চলে যেতে মনমরা হয়ে পড়েন অভিনেত্রী। যদিও সম্পর্কে থাকাকালীন একসঙ্গে একাধিক ব্র্যান্ডের জন্য মার্জার সরণীতে হাঁটেন তাঁরা। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপনে জুটি হিসাবে দেখা গিয়েছে তাঁদের। একটি চশমার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁদের। সেখানেই তাঁদের একত্রে চশমা বিজ্ঞাপনের ছবি দিয়ে একটি পেজে লেখা হয়, ‘‘বিজ্ঞাপনের চুক্তিও এই সম্পর্কের থেকে বেশি দিন টিকেছে।”

Advertisement

গত দু’বছরে দেশে-বিদেশে সব জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে আদিত্য রয় কপূর ও অনন্যা পাণ্ডেকে। কপূর লেখা টি-শার্ট পরে ঘুরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। হঠাৎই যেন বদলে গেল তাঁদের সমীকরণ। প্রেম ভাঙার পর কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন অভিনেত্রী। খানিক তিক্ততার কথাও উগরে দেন সেই পোস্টে। যদিও কাকে নিয়ে সেই পোস্ট, তা খোলসা করেননি অভিনেত্রী। তার দিন কয়েকের মধ্যেই আদিত্যের সঙ্গে ফ্রেমবন্দি অনন্যার বাবা চাঙ্কি। বেশ খোশমেজাজেই দেখা গেল বাবা চাঙ্কি পাণ্ডেকে। একেবারে ‘কুল’ অবতারে তিনি ধরা দিয়েছেন আদিত্যের সঙ্গে। তাতেই লাইক দেন অনন্যাও। এ বার মেয়ে ও তাঁর প্রেম জীবন নিয়ে যে রসিকতা চলছে নেটপাড়ায় তাতেই লাইক দিয়ে বসলেন চাঙ্কি। এমনিতেই রসিক মানুষ অনন্যার বাবা। তবে কি মেয়ের প্রেম ভেঙে যাওয়া নিয়ে হাসি-ঠাট্টা হওয়ায় নিজেও খানিক রসিকতা হিসাবে নিলেন? নাকি ভুলবশত লাইক দিয়ে ফেললেন চাঙ্কি! তা নিয়ে ধোঁয়াশা রয়েছে অবশ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement