Bhaichung Bhutia

জোর কদমে শিখছেন ফুটবল, ভাইচুং এর পর দেবকে ট্রেনিং দেবেন...

বাঙালি হিসেবে প্রথম ফুটবল খেলেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তাঁর জীবনী এবার বড় পর্দায়। শোনা যাচ্ছে ভাইচুংয়ের পর দেবের ট্রেনিং-এর জন্য আসছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ১৫:২৮
Share:

অনুশীলনে দেব। শিক্ষক ভাইচুং।

ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে এ বার দেব। ওজন কমানো থেকে ফুটবল প্র্যাক্টিস। দেবের ভোর হচ্ছে ফুটবলের সঙ্গে। ছবির নাম‘গোলন্দাজ’। মুখ্য চরিত্রেই দেব।তাই কসরত করতে হচ্ছে জোরকদমে।

Advertisement

রবিবার ভোরবেলাতেই ভাইচুং ভুটিয়া এসেছিলেন দেবকে ট্রেনিং দিতে। শর্ত ছিল একটাই। ভাইচুং মিডিয়ার সঙ্গে কথা বলবেন না। সেই মতোই হল সব কিছু। বাধ্য ছাত্রের মতো অনুশীলনে মগ্ন হয়েছিলেন দেব। সঙ্গে আবার রয়েছে কড়া ডায়েট। ‘নো সুগার নো সল্ট’। লড়াই চলছে দ্রুত ওজন কমানোর। কয়েক বছর ধরেই মেইনস্ট্রিম কমার্শিয়াল ছেড়ে চ্যালেঞ্জিং রোলে মন দিয়েছেন দেব। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ‘পাসওয়ার্ড’। সেখানে চরিত্রটি এক্কেবারে আলাদা। সেই ছবিতে দেব পুলিশ অফিসার। এই ছবিতে আবার তিনি ফুটবলার। হাজার হোক ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। একটু ভুলচুক হলেই সমালোচনার পিছু ছাড়বেন না।

বাঙালি হিসেবে প্রথম ফুটবল খেলেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তাঁর জীবনী এবার বড় পর্দায়। শোনা যাচ্ছে ভাইচুংয়ের পর দেবের ট্রেনিং-এর জন্য আসছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা।

Advertisement

আরও পড়ুন-উচ্চতা, মুখশ্রী নিয়ে ‘ঠাট্টা-তামাশা’, নেহার কাছে ক্ষমা চাইলেন কমেডিয়ান গৌরব

আরও পড়ুন-মেয়ে আইরাকে মাঝে নিয়েই সৃজিতের হাত ধরলেন মিথিলা, হয়ে গেল বিয়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement