Gourab Chatterjee

বৌভাতে দেবলীনা লেহেঙ্গার সঙ্গে শাড়ি, বিয়েতে গৌরব সাদা আর সোনালি ধুতি পাঞ্জাবি

বিয়েতে পুরোপুরি  সাবেকি পোশাকে তাক লাগাতে চলেছেন গৌরব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৮:৫৮
Share:

গৌরব এবং দেবলীনা।

অপেক্ষার মাত্র আর কয়েকটা দিন। আগামী ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার।

ইতিমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু। এ দিকে স্বয়ং হবু বর অর্থাৎ গৌরব ব্যস্ত শ্যুটিং নিয়ে! এ কথা ফাঁস করলেন দেবলীনা নিজেই। আনন্দবাজার ডিজিটালকে হবু কনে জানিয়েছিলেন, শ্যুটিং-এর ফাঁকেই নাকি সময় বের করে বিয়ের সব কিছু সামলাচ্ছেন গৌরব। সে তো গেল একটা দিক। কিন্তু বিয়ের কেনাকাটা নৈব নৈব চ! নিজের জন্য এত দিনে কিছুই কিনে উঠতে পারেননি হবু বর! অগত্যা তাঁকে সাজানোর সব দায়িত্ব গিয়ে পড়েছে ডিজাইনার অভিষেক রায়ের উপর।

আনন্দবাজার ডিজিটালকে অভিষেক জানালেন, বিয়েতে পুরোপুরি সাবেকি পোশাকে তাক লাগাতে চলেছেন গৌরব। সাদা আর সোনালির মেলবন্ধনে তৈরি ধুতি পাঞ্জাবিতে রীতিমত কনের সঙ্গে পাল্লা দেবেন তিনি। তবে বৌভাতের সাজটা হবে অন্য রকম। সে দিনের জন্য ‘ইন্দো-ওয়েস্টার্ন’ পোশাক বেছে নিয়েছেন তিনি। বন্ধ গলা ক্রেপের কুর্তায় সেজে উঠবেন গৌরব।তবে এই দুই অনুষ্ঠানের আগে সঙ্গীতে ফ্লেয়ারড কুর্তার সঙ্গে শেরওয়ানি এবং চুড়িদারে রাজকীয় সাজে ধরা দিতে চলেছেন হবু বর। অর্থাৎ তিন অনুষ্ঠানে সম্পূর্ণ তিন রকম আলাদা সাজে সাজতে চলেছেন গৌরব।

Advertisement

আরও পড়ুন: বিয়ের ফাঁদে আবার প্রথম ‘মোহর’, তৃতীয় ‘খড়কুটো’

দেবলীনা আগেই জানিয়েছেন, খুব বেশি কারুকার্য করা পোশাক গৌরব পছন্দ করেন না। সেই কথা মাথায় রেখেই তাঁর জন্য পোশাক তৈরি করছেন অভিষেক।

গৌরবের পাশপাশি দেবলীনাও সেজে উঠবেন অভিষেকের ভাবনায়। শাশুড়ি মায়ের আবদার মেনে বিয়ে এবং বৌভাতে বেনারসি শাড়িতে দেখা যাবে দেবলীনাকে। তবে সেই শাড়ির সঙ্গে ডিজাইন করা ব্লাউজ, ওড়না, মানানসই গয়না, এ সব কিছুর দায়িত্ব অভিষেকের। বৌ ভাতের দিন লেহেঙ্গার সঙ্গে শাড়ি পরিয়ে দেবলীনাকে বিশেষ ফিউশন লুকে সাজিয়ে তুলবেন তিনি।

অভিষেকের কথায়, “বিয়ের সাজ নিয়ে ওঁদের আলাদা করে কোনও চাহিদা নেই। এই বিষয়ে ওঁরা পুরোপুরি আমার উপর ভরসা করছে। তবে দেবলীনা বলেছে, ওঁর শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে গৌরবের পোশাকের রং মিলিয়ে কিছু করলে ভাল হয়।”

Advertisement

আরও পড়ুন: ভারতীর মতো হাজতে না যেতে হয়, ট্রোলের মুখে কমেডিয়ান কপিল শর্মা

বিয়ের পোশাকের ক্ষেত্রে অভিষেক বরাবরই সাবেকিয়ানায় বিশ্বাসী। কনের জন্য লাল বেনারসি এবং বরকে ধুতি পাঞ্জাবিতেই সাজিয়ে তুলতে পছন্দ করেন তিনি। তাই গৌরব-দেবলীনার বিশেষ দিনেও তার অন্যথা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement