দীপিকার সেই ওড়না। ছবি: টুইটার থেকে গৃহীত।
ইতালিতে শেষ হল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের স্বপ্নের বিয়ের অনুষ্ঠান। প্রথম দিন কোঙ্কনি প্রথা মেনে বিয়ে করেছেন তাঁরা। দ্বিতীয় দিন বিয়ে হয় সিন্ধ্রি প্রথায়। অমৃতসর থেকে এক পুরোহিতকেও নিয়ে গিয়েছিলেন দম্পতি। তবে বিয়ের বহু আয়োজনের মধ্যে অভিনব ছিল দীপিকার ওড়না। কেন বলুন তো?
বলি সূত্রের খবর, রণবীর-দীপিকা রং মিলিয়ে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন। দীপিকা লাল ওড়নায় সোনা দিয়ে খোদাই করা ছিল ‘সদা সৌভাগ্যবতী ভব’। সিন্ধ্রি প্রথায় বিয়ের জন্য এই ওড়না শ্বশুরবাড়ি থেকে উপহার পেয়েছেন দীপিকা।
গত বৃহস্পতিবার ভারতীয় সময় রাত আটটার কিছু পরে বিয়ের প্রথম ছবি শেয়ার করেন দম্পতি। তার আগে নিরাপত্তার ফাঁক গলে কিছু ছবি ফাঁস হয়েছিল ঠিকই, কিন্তু স্পষ্ট ভাবে নবদম্পতির প্রথম দেখা মেলে গতকাল রাতে। আগামী ১৮ নভেম্বর ভারতে ফিরছেন তাঁরা।
আরও পড়ুন, নিরাপত্তা বাবদ এত টাকা খরচ করলেন রণবীর-দীপিকা!
বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে বলিউডের একটা বড় অংশ। শোনা যাচ্ছে নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাকি বিমা করিয়েছেন এই জুটি। যা এক কথায় অভিনব। বলি ইন্ডাস্ট্রিতে বিয়ের ইনসিওরেন্স আর কোনও জুটি করিয়েছেন কিনা, তা মনে করতে পারছেন না অনেকেই।
আরও পড়ুন, দীপিকা-রণবীরের বিয়ে, কেঁদে ফেললেন কে?
সূত্রের খবর, মুম্বইতে নাকি দু’টো রিসেপশন পার্টির আয়োজন করেছেন দীপ-বীর। একটি অনুষ্ঠান হবে বেঙ্গালুরুতেও।
A post shared by Pinkvilla (@pinkvilla) on
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)