Deepika Padukone Slams Camera

রণং দেহি মেজাজে দীপিকা! রণবীরকে পাশে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন মুঠোফোন

হঠাৎ ফুটেজ কেঁপে উঠল। পরক্ষণেই ভিডিয়ো শেষ! তবে দীপিকার এই প্রতিক্রিয়া সমালোচনা নয়, বরং প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১৪:৪৬
Share:

রণবীর-দীপিকা। সংগৃহীত।

অন্তঃসত্ত্বা হওয়া থেকে বিয়ের ছবি মুছে ফেলা, সম্প্রতি বার বার শিরোনামে এসেছেন রণবীর-দীপিকা জুটি। এ বার মেজাজ হারালেন রণবীর-ঘরনি? একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বইয়ে ছুটি কাটাচ্ছেন বলি দম্পতি। সেখানে ফেরি থেকে বেরিয়ে গাড়ির দিকে রওনা দিচ্ছিলেন তাঁরা। নিরাপত্তারক্ষীরা ছিলেন তাঁদের সঙ্গে। হঠাৎ ফুটেজ কেঁপে উঠল। পর ক্ষণেই ভিডিয়ো শেষ!

Advertisement

জনৈক ব্যক্তি গোপনে রণবীর-দীপিকার মুহূর্ত বন্দি করছিলেন মুঠোফোনে। দীপিকার নজরে আসতেই মুঠোফোনে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। সমাজমাধ্যমে নিমেষে ভাইরাল হয়ে পড়ে ভিডিয়োটি। তবে দীপিকার এই প্রতিক্রিয়া সমালোচনা নয়, বরং প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

অভিনেত্রীর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ অযাচিত বলেই মনে করছেন অনুরাগীরা। কারও মতে, ‘লেডি সিংহম’ মেজাজে রয়েছেন বলি তারকা। অন্তঃসত্ত্বা অবস্থায় রোহিত শেট্টির পরিচালনায় ‘সিংহম ৩’ বা ‘সিংহম এগেন’ ছবির শুটিং চালিয়ে গিয়েছেন দীপিকা। ইতিমধ্যেই ছবিতে ‘শক্তি শেট্টি’ চরিত্রে দীপিকার লুক নিয়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে অনুরাগীদের মধ্যে।

Advertisement

ঠিক একই দিনে একটি গয়নার বিপণন সংস্থার অনুষ্ঠানে গিয়ে রণবীর জানান, দীপিকার দেওয়া বিয়ের আংটি তাঁর কাছে বিশেষ প্রিয়। চলতি বছরে সেপ্টেম্বর মাসে তাঁদের সংসারে নতুন অতিথির আগমন হবে, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিলেন জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement