বি-টাউনে কান পাতলেই শোনা যায় বলিউডের অনেক উঠতি তারকার প্রমোশন নাকি সলমনের হাত ধরেই হয়েছে। ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য মুখিয়ে থাকেন অনেক নায়িকা। এ হেন সুপারস্টারের একাধিক ছবির অফারই নাকি ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা পাদুকোন। কেন, সবক্ষেত্রে বিষয়টা অবশ্য স্পষ্ট নয়। এক ঝলকে দেখে নিন কোন কোন ছবির অফার ফিরিয়েছিলেন দীপিকা।
জয় হো: সোহেল খানের পরিচালনায় ২০১৪ সালে মুক্তি পায় ‘জয় হো’। নিজেদেরই প্রোডাকশন হাউসের এই ছবির জন্য প্রথমে ভাবা হয়েছিল দীপিকা পাদুকোনকে। কিন্তু, এই ছবির অফার নাকি ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা। সেই জায়গায় কাস্ট করা হয় ডেইজ়ি শাহকে। বলা বাহুল্য, এই ডেবিউ ছবিতেই দর্শকদের মন কেড়ে নেন ডেইজ়ি।
বজরঙ্গি ভাইজান: ২০১৫ সালের বেশ বড়সড় বক্স-অফিস হিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’। চিত্রনাট্য ভাবার সময়েই নাকি দীপিকাকে কাস্ট করার কথা ভেবেছিলেন পরিচালক কবীর খান। সেই মতো প্রস্তাবও যায় নায়িকার কাছে। কিন্তু, অফার নাকচ করে দেন দীপিকা। সেই জায়গায় অভিনয় করে নিজের হিটের সংখ্যা বাড়িয়ে নেন করিনা কপূর খান।
কিক: ‘কিক’ ছবির আইটেম গান ‘ইয়ার না মিলে’তে নার্গিস ফাকরির স্টাইল বেশ জনপ্রিয় হয় সোশ্যাল মিডিয়ায়। গানটির ভিউয়ার সংখ্যাও অনেক। প্রথমে এই আইটেমের জন্য অফার গিয়েছিল দীপিকাকে কাছে। সেই সময় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির আইটেমের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দীপিকা। তাই, অফার ফিরিয়ে দেন তিনি।
প্রেম রতন ধন পায়ো: সোনম কপূরের কেরিয়ারে অন্যতম টার্নিং পয়েন্ট ‘প্রেম রতন ধন পায়ো’। তবে, এই ছবির জন্য প্রথমে দীপিকাকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক সুরজ বরজাতিয়া। দীপিকা নাকচ করলে সেই জায়গায় সোনমকে কাস্ট করা হয়। সলমন-সুরয বরজাতিয়া জুটির এই ছবি মুক্তির প্রথম দু’সপ্তাহের মধ্যে ২০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়েছিল।
সুলতান: সলমনের কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার ছবি ‘সুলতান’-এর অফারও ফিরিয়ে দিয়েছিলেন বলিউডের ‘মস্তানি’। আলি আব্বাস জাফরের পরিচালনায় ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। শোনা গিয়েছিল, সেই সময় নাকি অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন দীপিকা। সময় দিতে পারেননি বলেই ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি।