Project K

শিবরাত্রিতে ঘোষণা, কবে মুক্তি পাচ্ছে প্রভাস-দীপিকা পাড়ুকোনের ‘প্রজেক্ট কে’?

ছবিতে কাজ করছেন তাবড় কলাকুশলী। ছবি নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে জল্পনা। এ বার ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৫
Share:

কবে মুক্তি পাচ্ছে ‘প্রজেক্ট কে’? জানালেন দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

বক্স অফিসে এখনও ঝিমিয়ে পড়েনি ‘পাঠান’। দেশে-বিদেশে একাধিক নজির গড়ে এখনও সপ্তাহান্তে ভালই ব্যবসা করছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি। ‘পাঠান’-এর সাফল্যের রেশ থাকতে থাকতেই কাজে ফিরছেন দীপিকা। এ বার মহাশিবরাত্রির দিন নিজের প্রথম তেলুগু ছবি ‘প্রজেক্ট কে’-র মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে জানালেন, আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পাবে নাগ অশ্বিন পরিচালিত ছবি।

Advertisement

ঘটনাচক্রে জানুয়ারি মাসে জন্মদিন দীপিকা পাড়ুকোনের। গত মাসে দীপিকার জন্মদিনেই ‘প্রজেক্ট কে’ ছবিতে তাঁর চরিত্রের পোস্টার প্রকাশ করেন ছবির নির্মাতারা। সেই পোস্টের মাধ্যমেই বলিউড অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় ‘প্রজেক্ট কে’ টিমের তরফ থেকে। খবর, ভারতীয় মহাকাব্য মহাভারত ও তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি নাগ অশ্বিনের ছবির চিত্রনাট্য। ছবিতে অশ্বত্থামার মতো একটি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। কর্ণের মতো একটি চরিত্রে অভিনয় করবেন প্রভাস। তবে দীপিকার চরিত্র নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেননি ছবির নির্মাতারা।

সপ্তাহখানেক আগে খবর পাওয়া যায়, দু’ভাগে তৈরি হচ্ছে ‘প্রজেক্ট কে’। ছবির নির্মাতাদের দাবি, চিত্রনাট্যের স্বার্থেই দুই ভাগে তৈরি হবে এই ছবি। প্রথম ভাগে প্রাধান্য পাবে ছবির চরিত্র ও তাদের মধ্যে থাকা দ্বন্দ্ব। দ্বিতীয় ভাগে গল্পের উপরই বেশি জোর দেবেন নির্মাতারা। ভারতীয় সিনেমার ইতিহাসে গত ৫০ বছরে এমন ছবি হয়নি, দাবি ছবির প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিজ়’-এর। তবে দু’ভাগে তৈরি হলেও ছবির শুটিংয়ের সময়ের মধ্যে বিরতি রাখতে নারাজ ছবির নির্মাতারা। চিত্রনাট্যের প্রবহমানতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত ছবির নির্মাতাদের। খবর, ছবির সব কাজ শেষ হলে এক বছরের মধ্যেই কয়েক মাসের ব্যবধানে মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’। এ ক্ষেত্রে তারকা পরিচালক মণি রত্নমের ‘পিএস-১’ ও ‘পিএস-২’-এর দেখানো পথে চলতে চান ‘প্রজেক্ট কে’-এর পরিচালক নাগ অশ্বিন। হিন্দি ও তেলুগু— দুই ভাষাতেই মুক্তি পাবে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও প্রভাস অভিনীত ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement