Deepika Padukone-Ranveer Singh

সন্তান আসার আগেই ঠিকানা বদল! দীপিকা-রণবীরের নতুন বাড়ির ছবি প্রকাশ্যে, দাম কত জানেন?

সন্তানের আগমনের পাশাপাশি দীপিকা-রণবীরের নাকি ঠিকানাও বদল হতে চলেছে। খুব শীঘ্রই বান্দ্রার নতুন বাড়িতে গিয়ে উঠতে চলেছেন তারকা দম্পতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ১৪:৩১
Share:

রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

খুব শীঘ্রই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারকা দম্পতি। সন্তান আগমনের পাশাপাশি দীপিকা-রণবীরের নাকি ঠিকানাও বদল হতে চলেছে। খুব শীঘ্রই বান্দ্রার নতুন বাড়িতে গিয়ে উঠতে চলেছেন তারকা দম্পতি।

Advertisement

জানা গিয়েছে, বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর। শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর কাছেই এই বাড়ি। দীপিকা-রণবীরের নতুন এই বাড়ি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। এ ছাড়া এই বাড়িতে রয়েছে ১৩০০ বর্গফুট অতিরিক্ত জায়গা। এক বহুতলের চারটি তল নিয়ে তৈরি তারকা দম্পতির নতুন বাসস্থান। ১৬ তলা থেকে ১৯ তলা পর্যন্ত দীপিকা-রণবীরের নতুন বাড়ির দাম ১০০ কোটি টাকা। তাঁদের নতুন বাসস্থানের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

তবে এই নতুন বাড়িতে দীপিকা ও রণবীর কবে গিয়ে উঠবেন তা এখনও জানা যায়নি। এখানেই শেষ নয়। ২০২১-এ আলিবাগে একটি বাড়ি কিনেছিলেন দীপিকা ও রণবীর। সেই বাড়ির দাম ২২ কোটি টাকা।

Advertisement

উল্লেখ্য, ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন তারকা জুটি।

২০২৪-এর ফেব্রুয়ারিতে তারকা দম্পতি ঘোষণা করেন, তাঁদের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। দীপিকা-রণবীরের সংসারে নতুন সদস্যের অপেক্ষায় রয়েছেন তাঁদের অনুরাগীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement